বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০২ অপরাহ্ন

দিনাজপুরে হযরত মা ফাতেমা (রা.) প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ মাহফিজুল ইসলাম রিপন, দিনাজপুর প্রতিনিধি ॥
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

১১ ফেব্রুয়ারী রবিবার মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) পরিচালিত শেখপুরা নিমনগর বালুবাড়ী হযরত মা ফাতেমা (রাঃ) প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ২৮ বছরের শিক্ষা প্রতিষ্ঠান এলাকার অসহায়-গরিব, হত-দরিদ্র মানুষের সন্তানদের বিনামূল্যে পড়াশোনা, বই ও শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণের পাশাপাশি প্রতি বছরের মত এবারও বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র প্রদান করতে গিয়ে প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, শিক্ষার নীতিমালা বজায় রেখে “সবার জন্য শিক্ষা নিশ্চিত”-এই শ্লোগানকে বাস্তবায়ন করতে এমবিএসকে পরিচালিত হযরত মা ফাতেমা (রাঃ) প্রাথমিক বিদ্যালয়ে কমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা ও শিক্ষা সমাগ্রী বিতরণ করে আসছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ বলে আমি মনে করি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি এমবিএসকে’র নির্বাহী প্রধান মোসাঃ সুলতানা রাজিয়া খাতুন বলেন, ১৯৯৬ সালে দিনাজপুরে বিশিষ্ট দানবীর মরহুম গোলাম মোস্তফা এই প্রাইমারী বিদ্যালয়ের জন্য ৩৩শতক জমি দান করেন। সেই থেকে এলাকার গরিব, অসহায়, দরিদ্র মানুষের সন্তানদের জন্য আমরা বিনামূল্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছি। সভাপতির বক্তব্যে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও হযরম মা ফাতেমা (রাঃ) প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেক হোসেন বাবলু বলেন, বেবী ক্লাস হতে ৫ম শ্রেণির কমলমতি শিশুদের বিদ্যালয়ে পড়াশোনার ব্যবস্থাসহ প্রতিবছর সরকার কর্তৃক বই, শিক্ষা উপকারণ প্রদান এবং শীতবস্ত্র দিয়ে আসছি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এমবিএসকে’র উপ-নির্বাহী পরিচালক মোঃ মোশাররফ হোসেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com