সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

পাঁচবিবিতে মোস্তাকিম এগ্রো-সার্ভিসের মিউজিকা জাতের আলু বীজ গুণে মানে শীর্ষে

আব্দুল কাইয়ুম জয়পুরহাট
  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শাইলট্টি গ্রামের মোস্তাকিম এগ্রো-সার্ভিসের মিউজিকা জাতের বীজ আলু গুনে মানে শীর্ষে রয়েছে। আলু একটি আদর্শ সবজী। আলূ ছাড়া ভালো সবজী কল্পনায় করা যায় না। আলুর বীজের উপর নির্ভর করে অন্যান্য সবজির বাজার। আলু উৎপাদনের দিক থেকে বাংলাদেশের মুন্সিগঞ্জ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং জয়পুরহাট জেলা শীর্ষ রয়েছে। কখনো কখনো সীমান্তবর্তী জয়পুরহাট জেলা আলু উৎপাদনের দিক থেকে প্রথম অবস্থানে থাকে। ভালো আলু উৎপাদন করতে হলে প্রথমে ভালো বীজ নির্বাচন করতে হয়। এলাকার চাষীরা ভালো বীজ খুঁজতে গিয়ে মাঝে মধ্যেই প্রতারনার শিকার হয়। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শাইলট্টি গ্রামের কৃতি সন্তান শাইলট্টি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ এ.এস.এম জাকারিয়া আকন্দ আলু চাষ সহ বিভিন্ন ক্ষেত্রে বীজ প্রতারনার শিকার হয়ে নিজেই ভালো বীজ উৎপাদনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তিনি ২০১২ সালে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের ময়মনসিংহ এর প্রফেসর ডাঃ মোঃ আব্দুস সিদ্দিক স্যারের সরাপন্ন হন। তিনি ২০১২ সালে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া থেকে বীজ আলু উৎপাদনের উপর প্রশিক্ষন গ্রহণ করেন। জয়পুরহাট জেলা বীজ প্রত্যয়ন অফিসার তার বীজের মাঠটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বীজ মাঠটি সুন্দর এবং সন্তোষ জনক হয়েছে বলে মন্তব্য করেন। তার উৎপাদিত দিগন্ত জোড়া বীজ ক্ষেত গুলো বিএডিসি সহ বিভিন্ন বীজ দপ্তরের লোকজন ধারাবাহিকভাবে পরিদর্শন করছেন। বিভিন্ন সময়ে এই শাইলট্টি মোস্তাকিম এগ্রো সার্ভিসের নিকট থেকে বিএডিসি সহ বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থা চুক্তিভিত্তি বীজ নিয়ে থাকেন। ডিলার আনোয়ারা ট্রেডার্সের সত্বাধিকারী আরিফুল ইসলাম এই বীজ ক্ষেত পরিদর্শন করতে এসে সাংবাদিকদের কে জানান, তিনি প্রত্যোকবার মোস্তাকিম এগ্রো সার্ভিসের নিকট থেকে বীজ নিয়ে থাকেন এবং বাজারে বিক্রি করেন। এই বীজে ফলন ভালো এবং রোগ বালাই কম হয়, তাই কৃষকদের নিকট বর্তমানে এই বীজের ব্যাপক চাহিদা। মোস্তাকিম এগ্রো সার্ভিসের সত্বাধিকারী অধ্যক্ষ এস.এম জাকারিয়া হোসেন জানান মানসম্মত বীজ উৎপাদন করতে হলে অনেক শ্রম ও অর্থ খরচ হয়। সেক্ষেত্রে অনেক ঝুঁকি রয়েছে। গতবছর আগাম বৃষ্টির কারনে ৩০ লক্ষ টাকা লোকশান হয়েছে। এবারে তিনি আবারো ঝুঁকি মাথায় নিয়ে শাইলট্টি নিজ গ্রামে ৮একর এবং কলন্দপুর এলাকার উড়ানী মাঠে ১৯ একর মিউজিকা (বারি ৫৪) জাতের বীজ চাষ করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com