বাগেরহাটের ফকিরহাটে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দির, মানসা কালী মন্দির, কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ীতে বিদ্যা, জ্ঞান ও সুরের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। মূলঘরের কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পূজা আরম্ভ হয়। পূজা শেষে বানী অর্চনার মধ্য দিয়ে পূজা সম্পন্ন হয়। শেষে ভক্তকুলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এসময় মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার, উপজেলা হিসাব রক্ষক আসাদুজ্জামান খান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামান, কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার, উপজেলঅ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মল্লিক আ. সাত্তার, প্রভাষক তপন কুমার বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক সুভাষ গোলদার, প্রাক্তণ প্রধান শিক্ষক অশিষ কুমার রায়, উপধ্যক্ষ (অব:) জীদেন্দ্রনাথ মজুমদার, এসএমসির সভাপতি পঞ্চানন বিশ্বাস, ইউপি সদস্য বিধান কান্তি মোহন্ত, প্রাক্তন শিক্ষক কিরন চন্দ্র মন্ডল, মনি মোহন অধিকারী, কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জনা মালাকার, সাবেক প্রধান শিক্ষক হীরামন মন্ডল, প্রাথমিক বিদ্যালয়েরে এসএমসির সভাপতি প্রভাষ মন্ডল, শিক্ষক মনিমোহন অধিকারী, মিন্টু রানী বাগচী, মিথুন রায়, মায়া মজুমদার, অলোক পাল, মুক্তি পদ রায়, মিতা রানী গোমস্তা, নির্মল মজুমদার, দেবশ্রী রায়, সুরঞ্জনা মালাকার সহ বিভিন্ন শিক্ষক, জনপ্রতিনিধি, অভিভাবক, ছাত্র-ছাত্রী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।