রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ন

বসন্ত উপলক্ষে ফুলে ফুলে সেবা গ্রহীতাদের বরণ করেন ঈশ্বরগঞ্জ ভূমি অফিস

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

পহেলা ফাল্গুন বাঙ্গালি জীবন ও সংস্কৃতিতে এক বিশেষ দিন। তাই এমন দিনটিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রথমবারের মত বেছে নিলেন এক ব্যাতিক্রমী আয়োজন। দিনটি ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন বসন্ত উপলক্ষে উপজেলা রাজস্ব প্রশাসনের উদ্যোগে সকাল থেকে দুপুর পর্যন্ত স্মার্ট ভূমি সেবা নিতে আসা সকল সেবা গ্রহীতাদের ফুলে ফুলে বরণ করে নেওয়া হয়। ভূমি অফিসে প্রথমবার এমন আয়োজন দেখে সেবা নিতে আসা গ্রহীতাদের বাইরেও অনেক লোকজন দেখতে আসেন। এসময় তারা বলেন ভূমি অফিসের এমন আয়োজন আসলেই খুবই একটি চমৎকার আয়োজন। এমন আয়োজনে যারা ভূমি সেবা নিতে আসা তাদের এবং ভূমি কর্মকর্তা কর্মচারীদের মাঝে একটি সুসম্পর্ক তৈরি করে দিবে। এসময় তারা এমন ব্যাতিক্রম একটি উদ্যোগ নেওয়ায় উপজেলা ভুমি কর্মকর্তাকে ধন্যবাদ জানান। বরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার কমান্ডার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভুমি অফিস ও ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তা কর্মচারিবৃন্দ। সেবা নিতে আসা উচাখিলা ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল বাশার বলেন, ভূমি অফিসে প্রথমবারের মতো এমন আয়োজন করা আসলেই খুবই প্রশংশনীয়। এমন আয়োজনে এসে খুবই ভালো লাগছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান বলেন, ফাগুন আসে, বসন্ত আসে সময়ের নিয়মে। আমাদের সেবাগ্রহীতারাও আসেন প্রতিনিয়ত। এই বসন্তে স্মার্ট ভূমি সেবার সাথে উষ্ণতার ছোঁয়া দিতে এবং গতানুগতিক প্রেমিক-প্রেমিক বা স্বামী-স্ত্রীর ভালবাসার বাইরে গিয়ে ভালবাসার একটি ভিন্নমাত্রিক রুপ দেওয়ার চিন্তা থেকেই সেবাগ্রহীতাদের ফুলে ফুলে বরণ করে নেওয়ার এই আয়োজন। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেন, বসন্ত উপলক্ষে সেবাগ্রহীতাদের ফুলে ফুলে বরণ ভূমি অফিসের এমন আয়োজন আসলেই খুবই ভালো একটি উদ্যোগ। আশাকরি বসন্তের এমন আয়োজন সবার মাঝে একটি ভালো বন্ধন এনে দেবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com