ফের চিরচেনা বেগুনি জার্সি গায়ে চাপছেন সাকিব আল হাসান। ফিরছেন প্রিয় পরিবারে, নাইট রাইডার্স শিবিরে। তবে আইপিএলের দল কলকাতা নয়, মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। মাঠে নামবেন বিশ্বকাপের পরপরই। মেজর লিগ ক্রিকেটে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। সরাসরি চুক্তিতেই তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্সের মালিকানাধীন ফ্রা াইজিটি। গত শুক্রবার তাকে দলে ভেড়ানোর বিষয়টি জানিয়েছে তারা। এক স্ট্যাটাসে লিখে, ‘আন্তর্জাতিক সাইনিং অ্যালার্ট। ২০২৪ সালের আসরের জন্য সাকিব আল হাসান এলএ নাইট রাইডার্সে যোগ দিয়েছেন।’ পোস্টে বাংলাও জুড়ে দিয়েছে তারা। লিখেছে, ‘শিগগিরই দেখা হচ্ছে, সাকিব।’
কলকাতা সাকিবের ঘরের মতোই। ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল দাপিয়েছেন। দুই শিরোপা জয়েও ছিল তার অবদান। যদিও ২০১৮ ও ২০১৯ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন সাকিব। তবে ২০২১ সালে ফের ফেরেন কলকাতায়।
যদিও সর্বশেষ আইপিএলে খেলা হয়নি সাকিবের। নির্বাচনী ব্যস্ততায় নাম দেননি নিলামে। ফলে কলকাতা নাইট রাইডার্স জার্সিতে দেখা যায়নি সাকিবকে। তবে ‘ঘরে’ ফিরতে খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না সাকিবকে। একই ফ্রা াইজির ভিন্ন দলে নাম লেখালেন সাকিব।
শুধু সাকিব নয়, তারকা ঠাঁসা একটা দল গড়েছে লস অ্যাঞ্জেলস। লস অ্যাঞ্জেলসে সাকিব পাবেন জেসন রয়, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসনদের মতো ক্রিকেটারদের। গত মৌসুমে দলটির অধিনায়ক ছিলেন নারাইন। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার চার দিনের মাথায় মাঠে গড়াবে এবারের মেজর লিগ ক্রিকেট। ৫ জুলাই প্রথম ম্যাচে মুখোমুখি হবে এমআই নিউইয়র্ক ও সিয়াটল ওরকাস। একই দিনের পরের ম্যাচে সাকিবের নাইট রাইডার্সের প্রতিপক্ষ টেক্সাস সুপার কিংস।
তবে একই সময় কানাডার গ্লোবাল লিগে ও শ্রীলঙ্কার এলপিএলেও খেলার কথা রয়েছে সাকিবের। গ্লোবাল লিগে মন্ট্রিয়াল টাইগার্স ও এলপিএলের দল গল মার্ভেলস নিজেদের আইকন ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে সাকিবকে।