মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

রাফায় ইসরাইলি হামলা বন্ধে অধ্যাপক মুজিবুবের আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

ফিলিস্তিনি মুসলমানদের আশ্রয়স্থল রাফায় ইসরাইলি হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতিসঙ্ঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ শান্তিকামী বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘ফিলিস্তিনের রাফায় আশ্রয়গ্রহণকারী প্রায় ১৪ লাখ অসহায় মানুষের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা বিশ্ববাসীর নৈতিক ও মানবিক দায়িত্ব। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, রাফাহ এলাকায় দখলদার ইসরাইলি বাহিনী চারদিক থেকে ঘিরে রেখেছে। সেখানে আশ্রয়গ্রহণকারী ১৪ লাখ মানুষ ভয়ানক উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে আছে। সেখানে খাদ্য, পানীয়, চিকিৎসা কোনো কিছুই নেই। বর্বর ইসরাইলিদের বোমা হামলায় একজন ফিলিস্তিলি গর্ভবতী নারীর মৃত্যুর একঘণ্টা পর অপরিণত শিশুটি চিকিৎসকরা মৃত মায়ের গর্ভ থেকে জীবন্ত বের করে এনেছিল। কিন্তু ইসরাইলিদের বাধার কারণে ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে না পারার কারণে অক্সিজেনের অভাবে শিশুটি মৃত্যুবরণ করেছে। এ নির্মম ঘটনাটির নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। আমাদের প্রশ্ন সভ্য মানবতার দাবিদার গোটা বিশ্ববাসীর বিবেক আজ কোথায়? এ ঘটনার পরেও কী বিশ্ববাসীর বিবেক জাগ্রত হবে না এবং মানবতা রক্ষায় এগিয়ে আসবে না?’
গতকাল সোমবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘বর্বর ইসরাইলিদের এ অসভ্যতা ও অমানবিকতার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলে ফিলিস্তিনের দুর্গত, নিপীড়ত, নির্যাতিত মানুষ রক্ষায় এগিয়ে আসার জন্য আমি জাতিসঙ্ঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ শান্তিকামী বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’ প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com