বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

ছাইদার-আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে রামগঞ্জ উচ্চবিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা পাবে দশ হাজার টাকা

সোহাগ ইসলাম নীলফামারী:
  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

নীলফামারীর টুপামারী রামগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং ছাইদার-আনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (২৪ ফেব্রুয়ারি ২০২৪) রামগঞ্জ উচ্চবিদ্যালয়ে হলরুমে দুপুর ২টায় আবুছাইদার রহমান স্মারক বৃত্তি ২০২৪ এর আনুষ্ঠানিকতার শুভ উদ্বোধন শুরু হয়। ছাইদার-আনোয়ারা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির একজন করে (৬ষ্ঠ-৭ম, ৭ম-৮ম, ৮ম-৯ম এবং ৯ম-১০ম) সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের মোট চার জন শিক্ষার্থীর প্রত্যেককে দশ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকার আবুছাইদার রহমান স্মারক বৃত্তি” প্রদান করা হবে বলে জানায় দাতা সদস্যরা। মোঃ সফিয়ার রহমান সভাপতি স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতিত্বে আবুছাইদার রহমানের কনিষ্ঠ ছেলে অধ্যাপক, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয় ডা. আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক, বানিজ্যিক অডিট অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয় মুহাম্মদ খাদেমুল বাশার, উপসচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মোহাম্মদ শের মাহবুব মুরাদ। উপস্থিত ছিলেন আবুছাইদার রহমানের সন্তান প্রভাষক, জলঢাকা সরকারি কলেজ মোঃ জুলফিকার আলী এবং প্রধান শিক্ষক রামগঞ্জ উচ্চবিদ্যালয় শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com