বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামানের সাথে বেলতৈল উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা

রুহুল আমিন রাজু (ষ্টাফ রিপোর্টার) জামালপুর
  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান এর সাথে ঘোষেরপাড়া ইউনিয়নের ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারী শনিবার বিকালের দিকে মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যানের ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটুর আহবানে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান আলতাফ এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুবাশির হাসান মহসিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান। উপজেলা পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান তার বক্তব্য বলেন, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি আবারো উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কাজ করতে চাই, আপনারা যদি আমাকে ভালো মনে করেন ও সমর্থন করেন তাহলে পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো এবং অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সকলকেই একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com