বান্দরবানের লামা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক ও মাসিক সাধারণ সভা গতকাল রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান ৩০০ আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, বান্দরবান পৌর সভার মেয়র মোঃ শামসুল ইসলাম, লামা পৌর মেয়র জহিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর ও ফাতেমা পারুল, সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, লামা থানার অফিসার ইনচার্জ শামীম শেখ সহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মী। সভায় ব্রীজ সংলগ্ন এলাকা হইতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, ভূমি বিরোধ নিরসন, বনায়ন সুরক্ষায় আলোচনা, চেয়ারম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি নিশ্চিত করন, যানজট নিরসনে নানা ধরণের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি সকল বক্তার বিভিন্ন বিষয়ের আলোকপাত করেন এবং উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এর আগে লামা পৌর শহরের ময়লা ও বর্জ্য বহনের জন্য পৌর মেয়র মোঃ জহিরুল ইসলামকে একটি ডাম্বার গাড়ি সহ চাবি হস্তান্তর করেন, বীর বাহাদুর উশৈসিং এমপি।