সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন

কালীগঞ্জে বিষমুক্ত বেগুন উৎপাদন শীর্ষক কৃষক মাঠ দিবস পালিত

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ :
  • আপডেট সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

ঝিনাইদহ কালীগঞ্জে আইপিএম পদ্ধতি বেগুন উৎপাদন” শীর্ষক কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। উপজেলার মালিয়াটি ইউনিয়নের বেথুলি গ্রামে বুধবার বিকাল ৩ টায় কৃষকদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ফিড দ্য ফিউচার বাংলাদেশ ইণ্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি এবং রুসল আইপিএম বাংলাদেশ লিমিটেডের আয়োজনে মাঠ দিবসে স্থানীয় ১ শত জন কৃষক এবং কৃষাণী অংশগ্রহণ করেন। স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রানি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক রেজাউল ইসলাম, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার কুন্ডু এবং বিল্লাল হোসেন।কৃষক মাঠ দিবস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইএমপি’র ফিল্ড অফিসার জাহিদ খান। পরিবেশবান্ধব উপায়ে লাভজনকভাবে বেগুন উৎপাদন কৌশল চর্চা ও টেকসই করার জন্য আইপিএম প্রকল্পের পক্ষ থেকে কৃষকগণকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে স্থানীয় কৃষক ওমর ফারুকের বেগুনের প্রদর্শনী ক্ষেত পরিদর্শন করেন কর্মকর্তাগণ।এ সময় কৃষক ওমর ফারুক জানান, আমি মাত্র ৮ শতাংশ জমিতে বারি বিটি- ৪ জাতের বেগুনের চারা রোপণ করি। সম্পূর্ণ বিষমুক্ত ভাবে বেগুনের এই চাষে মাত্র ১ শত ২০ দিন পর থেকে আমি ফলন পেতে শুরু করি। এখন পর্যন্ত ৮ শতক জমিতে মাত্র ৩ হাজার ৫ শত টাকা ব্যয় হয়েছে। ইতিমধ্যে আমি ৩ হাজার টাকার বেগুন বিক্রিও করেছি। আশা করছি ৫০ হাজার টাকার মতো বেগুন বিক্রি করতে পারব। উপস্থিত সকল কৃষক এবং কৃষাণীদের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠানটি শেষ হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com