নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪-মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক কমপ্লেক্স ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম এঁর সভাপতিত্বে আলোচনা সভায় বিগত বছরের রেজুলেশন পাটকরে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী। এসময় উপস্থিতি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার সোনালী ব্যাংক ডিমলা শাখার ব্যস্থাপক রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশল তুহিন হাসান বিশ্বাস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা সহকারী প্রগ্রামার নাজিমুল ইসলামসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধান কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।