শরীয়তপুর জেলা পর্যায়ের জাতীয় শিশু কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ উপলক্ষে পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ বেলা মঙ্গলবার সাড়ে ১২ টায় সদর উপজেলা মডেল মসজিদের হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শরীয়তপুর ৬টি উপজেলা থেকে স্কুল,মাদ্রাসা সহ সমমানের ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। ক্বিআত, আযান, বক্তৃতা, হামদ ও নাত, রচনা,কবিতা আবৃত্তি ও ইসলামি জ্ঞানের প্রতিযোগিতা হয়। তিন গ্রুপে ৭ টি ক্যাটাগরিতে মোট ৬০ জন প্রতিযোগীকে পুরস্কার ও সনদপত্র দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উদ্ভিদ সংরক্ষণ), অতিরিক্ত উপপরিচালক আবুল হোসেন মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার আঃ রাজ্জক সরদার, সহকারী কমিশনার বাসিত সাত্তার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শরীয়তপুর ইফা’র উপপরিচালক কৃষিবিদ ড. মুহাম্মদ আবু তালহা। এসময় তিনি বলেন,আজকের শিশু-কিশোররাই আগামী দিনের নাগরিক। কোমলমতি শিশু-কিশোরদের সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন মানসিকতা দিয়ে বেড়ে উঠার সুযোগ তৈরীর জন্য ইসলামিক সাংস্কৃতির প্রতি তাদের আগ্রহী করে তোলা আমাদের সবার দায়িত্ব। এরই অংশ হিসেবে প্রতি বছর ইসলামিক ফাউন্ডেশন শিশু-কিশোরদের জন্য ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। উপজেলা পর্যায় থেকে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার মাধ্যমে স্কুল, মাদ্রাসাসহ সমমানের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অপসাংস্কৃতির বিষাক্ত ছোবল থেকে মুক্ত করে ইসলামী চেতনার উজ্জীবিত করাই আমাদের প্রধান লক্ষ্য। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন, সদর ইফার ফিল্ড সুপারভাইজার মোঃ লুৎফর রহমান।