শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন

মাধবদী প্রেসক্লাবের তিন দিনের আনন্দ ভ্রমণ

আল আমিন নরসিংদী
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

প্রতি বছরের ন্যায় এ বছরও মাধবদী প্রেসক্লাবের আয়োজনে তিন দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোর ৬টায় মাধবদী প্রেসক্লাবের সম্মুখ থেকে দুটি হাইক্স গাড়ী যোগে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এক ঘন্টায় বিমান বন্দরে পৌছে। বিমান বন্দরে পৌছার পর ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে সকাল ৮টায় বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে কক্সবাজার বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এক ঘন্টা বিমান যাত্রার পর কক্সবাজার বিমান বন্দরে পৌছে অটোরিকশা যোগে হোটেল কক্স ভেকেশনে পৌছে যার যার নির্ধারিত রুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে নাস্তা করে যার যার মতো ঘুরতে বেড়িয়ে পড়ে। দুপুরে সকলে মিলে ঝাউবন রেস্টুরেন্টে খাবার খেয়ে হিমছড়ির উদ্দেশ্যে রওয়ানা। সেখানে ঘুরাঘুরি করে সন্ধ্যার পর কক্সবাজার পৌছে বৈশাখী রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে বিচে ঘুরাঘুরি করে হোটেলে রাত্রী যাপন। পরদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষে ইঞ্জিন চালিত ভোটে মহেশখালীর উদ্দেশ্যে রওয়ানা দিয়ে সেখানে পৌছে আদিনাথ মন্দির, মহেশখালী বৌদ্ধ মন্দির, শুটকি পল্লী ও লবণ চাষ দেখে পুনরায় ভোট যোগে কক্সবাজার পৌছে হোটেল আল গণি হোটেলে দুপুরের খাবার খেয়ে হোটেলে পৌছায়। সন্ধ্যার পর কলাতলী রেস্টুরেন্টে কুড়াল মাছের বার-বি-কিউ রুটি দিয়ে খাওয়া। খাওয়া শেষে প্রত্যেকে যার যার মতো কেনাকাটা করে হোটেলে ফেরা। পরদিন ২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে নাস্তা খেয়ে হোটেলের সামনে থেকে অটোরিকশা যোগে কক্সবাজার রেলওয়ে ষ্টেশন পৌছে নির্ধারিত আসনে বসে যথাসময়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে রাত নয়টার দিকে বিমান বন্দর রেলস্টেশনে পৌঁছে গাড়ি যোগে মাধবদী পৌছে যার যার গন্তব্যে ফেরা হয়। কক্সবাজারে সফরে গিয়ে প্রাকৃতিক লীলাভূমি সাগরের দৃশ্য এবং বিভিন্ন স্পট ঘুরে সবাই খুশি। মাধবদী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আবুল হাসনাত মাসুম ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং ভ্রমণ বাস্তবায়ন কমিটি সহ ভ্রমণে অংশ গ্রহণ করা সকলের সহযোগিতায় আনন্দঘন কাটে দিন গুলি। ভ্রমণে অংশগ্রহণ করেন আলহাজ্ব জসিম উদ্দিন ভূঁইয়া(ভিপি জসিম), এমদাদুল ইসলাম খোকন, মোঃ সেলিম মিয়া, হাজী ছবির মিয়া, অধ্যাপক মোহাঃ শেখ সাদী, মশিউর রহমান সিরাজ, মোঃ মকবুল হোসেন, ওবায়দুর রহমান, মোঃ হোসেন আলী, আবুল বাশার বাছির, জি এম ওহাব, ফজলুল হক মিলন, মোঃ আল আমিন, মোজাম্মল হক দিনার চৌধুরী, রেজাউল করিম, মোঃ জাকারিয়া, মোঃ মনিরুজ্জামান, মোহাম্মদ মুছা মিয়া, সুমন পাল, কাজী জয়নাল আবেদীন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com