রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
সরকারের কাছে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছি : জামায়াত আমির মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য বিমানবন্দরে হবে স্পেশাল লাউঞ্জ: আসিফ নজরুল শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আস্থা নেই বাইডেনের বিশ্বের ১৩০টিরও বেশি দেশে ডেঙ্গুর প্রকোপ চলছে রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ গণঅভ্যুত্থান-বিপ্লবের মূল স্পিরিট ব্যাহতকারীদের সরানোর কথা বলেছি সড়কে ১৫ ঠিকাদারের রাজত্ব শ্রমিক অসন্তোষ দূর হলে আরও মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবো : আহসান খান চৌধুরী শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন: রিজভী শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি: নারীসহ ৩ জনের মৃত্যু

বরিশাল নগরীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবীতে মহানগর, জেলা বিএনপি ও শ্রমিকদলের লিফলেট বিতরণ

শামীম আহমেদ বরিশাল
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪

রমজানের পূর্বে কিছু পণ্যের দাম কমিয়ে আনার বানি শোনানোর পরও আজও কোন পণ্যের দাম বাজারে কমেনি। অন্যদিকে দিন দিন ডাল, তেল, চিনি, খেজুর, ডিম, পেঁয়াজের দাম আবার বৃদ্ধি পেয়েছে। এছাড়া ডিম সিদ্ধ করে ফ্রিজে রাখা, মরিচ শুকিয়ে গুড়া করে রাখা, পিঁয়াজ ভেজে বৈয়ামে রাখা কিংবা ইফতারে খেজুর না খাওযার পরমর্শ দেওয়ার এসব কথা বলে সরকার দায় এড়াতে পারে না। তাই দেশের মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারনে দিন দিন অসহায় ও নাভিশ্বাষ হয়ে উঠেছে। অপরদিকে তেল, গ্যাস, বিদ্যুতের মুল্য বাড়িয়ে সরকার নিজেই আজ জনগণের উপর জুলেমের রাজ্য কায়েম করে বসে আছে বলে বিএনপি নেতৃবৃন্দ এমন্তব্য করে এবং এর প্রতিবাদে ও বিদ্যুৎ, তেল, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমিয়ে আনার দাবীতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসাবে বরিশাল মহানগর বিএনপি, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর শ্রমিকদল পৃথকভাবে নগরীর বিভিন্ন সড়ক, পথচারি, ভ্রাম্যমান বাজারের ক্ষুদ্র ব্যবসায়িদের মধ্যে লিফলেট বিতরন করে। শনিবার (৯) মার্চ সকাল সাড়ে ১১টায় দেশ বাঁচাও মানুষ বাঁচাও এ শ্লোগান দিয়ে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয় থেকে মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, মহানগর সদস্য সচিব এ্যাড. জাহিদুল কবির জাহিদ, মহানগর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও বর্তমান যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার জিয়ার নেতৃত্বে মহানগর বিভিন্ন সদস্য সহ কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও নগরীরর বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ সমন্বয়ে নগরীর সদর রোড, গ্রিজ্জামহল্লা, চকবাজার, ফলপট্রি ও পোর্টরোড এলাকায় লিফলেট বিতরন করে। এসময় মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন এই কেন্দ্র ফাঁকি থাকা ভোটের সরকার ক্ষমতায় বসে এখন পর্যন্ত কোন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম চুল পরিমান কমিয়ে আনতে পারেনি। অন্যদিকে সরকারের মন্ত্রীরা দেশের জনগনের খাবার নিয়ে হাস্যকর মন্তব্য করে উপহাস করছে তাই আমরা অভিলম্বে এই ভোটার বিহীন কেন্দ্র ফাঁকি থাকা ভোটের সরকারের পদত্যাগ দাবী করে একটি ততা¡বধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন চালিয়ে যাবো। এর পূর্বে একইস্থান থেকে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিনের নেতৃত্বে বরিশাল সদর উপজেলা বিএনপি, জেলা শ্রমিকদল, জেলা যুবদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন সড়কের পথচারিদের মধ্যে লিফলেট বিতরন করে। এছাড়া বরিশাল মহানগর শ্রমিকদল আহবায়ক ফয়েজ আহমেদ খান ও সদস্য সচিব শহিদুল ইসলামের নেতৃত্বে নগরীর পোর্টরোড, হাটখোলা বিভিন্ন ব্যবসায়ি মহল সহ শ্রমিকশ্রেনিদের মধ্যে লিফলেট বিতরন করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com