শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন

বরিশাল কোতোয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে

বরিশাল ব্যুরো
  • আপডেট সময় বুধবার, ১৩ মার্চ, ২০২৪

বরিশাল কোতোয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকাল ১১ টায় বরিশাল কোতোয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মোঃ জিহাদুল কবির, বিপিএম পিপিএম বলেন, পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আজকের এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ওপেন হাউজ ডে তে আপনারা আপনাদের এলাকার ব্যাক্তিগত,পারিবারিক এবং পুলিশের বিষয়ে কোন অভিযোগ থাকলে সরাসরি অভিযোগ উথ্যাপন করবেন।আমরা আপনাদের যে কোন অভিযোগ সাদরে গ্রহন করবো।আপনাদের এলাকার মাদক ব্যাবসায়ী,ইভটিজারদের বিরুদ্ধে তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন।কথা দিচ্ছি আমরা আপনাদের পরিচয় গোপন রাখবো।এখন থেকে প্রতিমাসে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা এতে অংশ নিয়ে চাঁদাবাজি, ছিনতাই, মাদকের ব্যবহার ও বখাটেদের উৎপাতের প্রতিকার চাইবেন।এটাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভুক্তভোগীরা তাদের ব্যাক্তিগত ও পারিপার্শ্বিক সমস্যার কথা তুলে ধরেন।জবাবে বিএমপি কমিশনার তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। এর আগে বিএমপি কমিশনার অনুষ্ঠানস্থলে পৌঁছলে বিসিসি ৬,৮,১৪ ও ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমপি দক্ষিণ বিভাগের ডিসি আলী আশরাফ ভূইয়া, বিপিএম বার,এডিসি ফজলুল করিম ফজলু,এসি নাফিসুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশপরিদর্শক(অপারেশন) বিপ্লব মিস্ত্রি, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল হোসেন,৮ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির হাওলাদার,১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাকিল হোসেন পলাশ, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুলতান মাহমুদ, সহ কোতোয়ালি মডেল থানার অন্যান্য পুলিশ সদস্যরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com