রবিবার, ১২ মে ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন

বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে, সিন্ডিকেট ভাঙবেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৫ মার্চ) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি একথা বলেন। পরিবহনে চাঁদাবাজী বন্ধেও সরকার তৎপর রয়েছে দাবি করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় যেতে না পারা, সরকার পতন আন্দোলনে ব্যর্থরাই বাজারে সিন্ডিকেট করছে কি না খতিয়ে দেখা হচ্ছে। তবে সরকারের দায়ীত্বশীল ব্যক্তিদের বিব্রতকর বক্তব্য থেকে বিরত থাকা উচিত।
এসময় সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে আরেকটি নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, সরকার পরিবর্তনের দিবা স্বপ্নে নিয়মিত অবাস্তব কথার বুলি উড়ায় বিএনপি। তিনি বলেন, ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে না, আইনি প্রক্রিয়া চলছে, এতে কারো সঙ্গে সম্পর্কের প্রভাব পড়বে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com