চট্টগ্রামের ফটিকছড়িতে গত ২৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এলাকাবাসীর গণপিটুনিতে আহত সাদ্দাম হোসেনের মৃত্যুর পর নিরীহ মানুষদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে প্রতিবাদ সভা ও মাবববন্ধন হয়েছে। ১৫ মার্চ (শুক্রবার) বিকালে উপজেলার কাঞ্চননগর মানিকপুর গ্রামের সর্বস্থরের এলাকাবাসীর আয়োজনে চমুরহাট বাজারে এই প্রতিবাদ সভা ও মাবববন্ধন অনুষ্ঠিত হয়। মানিকপুর এলাকার গজ্জইঙ্গা, মৈশের ঘোন, জুম্মারছোলা, বাইন্যারছোলা, সাতঘরিয়া পাড়া, মনু তালুকদার বাড়ী, নাইতপাড়া, ধুপা পাড়া, টিলাপাড়া, আটারোটিলাসহ প্রায় ৮-১০ গ্রামের শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ গ্রহন করে। চমুরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা আনিছুর রহমান চৌধুরীর সভাপতিত্ত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রমজান আলী সর্দার, নুরুল আলম, আহমেদুল হক, মোহরম আলী, মিনু আকতার, মোহছেনা বেগম ও রুনা আকতার। এ সময় সাদ্দামের কু-কৃতির ফিরিস্তি তুলে ধরে বক্তারা বলেন, সাদ্দাম হোসেন ভয়ংকর এক খারাপ প্রকৃতির ছেলে ছিল। তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। শবে বরাতের রাতে নামাজরত অবস্থায় এক গৃহবধুকে জায়নামাজে নির্যাতন করেছে এই সাদ্দাম। এছাড়াও নারী ধর্ষন, শিশু বলৎকার, চুরি-ডাকাতি, স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের ইভটিজিং করা সহ এহেন কোন অপকর্ম নেই যা সাদ্দাম হোসেন করেনি। ঘরের বৌ-ঝিয়েরা পর্যন্ত তার জন্য নিরাপদে ঘরে থাকতে পারত না। এলাকাবাসী তার নির্যাতন সইতে না পেরে তাকে গণপিটুনি দেয়। এতে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার মৃত্যুর পর থেকে শান্তিতে নেই গ্রামবাসী। মানববন্ধনকারীরা মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি থেকে মুক্তি চেয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন। পরে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশ হয়রানি বন্ধ করতে হবে স্লোগানে এক বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।