দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ এখন দিশেহারা উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অথচ এখন আওয়ামী লীগ নেতারা শত কোটি টাকার মালিক। ওদের তো খেজুর কিনতে অসুবিধা হয় না, ওরা ফাইভ স্টারের খাবার নিয়ে বাড়ি বসে আছেন। গতকাল শনিবার (১৬ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রত্যেক জায়গায় সরকারি সংগঠনের নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ। মন্ত্রীদের ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে মিলিয়ন মিলিয়ন ডলারের গাড়ি-বাড়ি রয়েছে। ওয়ার্ড পর্যায়ের একজন নেতা এখন শত কোটি টাকার মালিক। জেলা ছাত্রলীগের নেতারাও দুই হাজার কোটি টাকা পাচার করেছেন। যা আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। ওদের তো খেজুর কিনতে অসুবিধা হয় না, ওরা ফাইভ স্টারের খাবার নিয়ে বাড়ি বসে আছেন।
ধর্মীয় অনুষ্ঠান ছাত্রলীগ দ্বারা রক্তাক্ত হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ধর্মীয় অনুষ্ঠানও এখন রক্তাক্ত ছাত্রলীগ দ্বারা। এটা কেন করা হচ্ছে, প্রভুদের খুশি করার জন্য ইফতার বন্ধের নির্দেশ দিয়েছে।
বিএনপির এই মুখপাত্র আরও বলেন, সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ যে প্রচ- বাড়ছে এটা শেখ হাসিনা টের পাচ্ছেন। এ কারণে ছোট কর্মসূচিতেও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে যুদ্ধ যুদ্ধ ভাব তৈরি করেছেন। আন্দোলন দমানোর জন্য সরকারি যত সরঞ্জাম আছে সব নিয়ে হাজির হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগের লোক আছে বলেই সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। রুহুল কবির রিজভীর অভিযোগ, আওয়ামী পরিবার ছাড়া কোনো মেধাবীর চাকরি হচ্ছে না।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর স ালনায় মানববন্ধনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সরকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।