নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এপির আয়োজনে ১৮ মার্চ ও ১৯ মার্চ ২০২৪ দুইদিন ব্যাপি সবজি ও বস্তায় আদা চাষ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী কৈ পাড়ায় উৎপাদক দলের ২০ জন কৃষকের অংশগ্রহণে এই প্রশিক্ষণ পরিচালনা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা নীলফামারী সদর প্রফুল্ল রায়। তিনি বলেন, কৃষকদের সবজি ও বস্তায় আদা চাষের দক্ষতা বৃদ্ধি লক্ষে দুই দিন প্রশিক্ষণ পরিচালনা করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী পলাশবাড়ী কৈ পাড়া এলাকার কৃষক নুরনবি ইসলাম বলেন,দুইদিন ব্যাপি এই প্রশিক্ষণে অংশগ্রহন করে আমরা অনেক কিছু শিখতে পেরেছি যা আমাদের জীবনমান উন্নয়ন সহ কৃষি ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। একই এলাকার নাছিমা বেগম নামে এক প্রশিক্ষনার্থী নারী কৃষক বলেন সবজি ও বস্তায় আদা চাষ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আমরা অনেক কিছু শিখতে পারলাম।