বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

সোনাগাজীতে অসহায়দের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবন্ধী, গরীব ও অসহায়দের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের পক্ষ থেকে সোনাগাজীতে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ মার্চ মঙ্গলবার দিনব্যাপী সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৩ শতাধিক প্রতিবন্ধী, অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে খাদ্য ও ইফতার সামগ্রী মধ্যে রয়েছে চাল , আলু , ছোলা, পেয়াজ, মুড়ি, চিড়া, তেল, চিনি, লবন, খেজুর, সেমাই ইত্যাদি রয়েছে। ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ফোরামের আজীবন সদস্য শহিদুল ইসলাম ভূঞাঁ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নুর করিম, জেলা সমন্বয়ক ইমাম উদ্দিন শাওন, সোনাগাজী উপজেলা সমন্বয়ক সাংবাদিক মোঃ ছালাহ্ উদ্দিন, ফুলগাজী উপজেলা সমন্বয়ক মোঃ হিমেল, ফোরামের ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ফেনী জেলার অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুুষের জন্য কাজ করে যাচ্ছে সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম। প্রতি বছর ফেনী জেলায় শীতকালে শাল ও কম্বল বিতরণ, রমজান মাসে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ, রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান, গরীব মেয়ের বিয়ে দেয়া, এতিমদের খাদ্য সামগ্রী সহ অসংখ্য মানবিক ও সামাজিক কাজ করে যাচ্ছে সংগঠনটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com