ময়মনসিংহের নান্দাইল এ.পি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে উপজেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে ঈ৪উ (কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট) বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নান্দাইল পৌরসভা অফিস সংলগ্ন নান্দাইল এ.পি ওয়ার্ল্ড ভিশনের নতুন কার্যালয়ের এপি হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন নান্দাইলের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুমন রুরামের সভাপতিত্বে ও এপি’র স্পন্সরশীপ চাইল্ড প্রটেকশন অফিসার জনি মল্লিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর কমিউনিকেশন মিডিয়া এন্ড এক্সট্রানাল এনগেজমেন্ট মোস্তফা আমিনুল হাসান দিনার। এ সময় মোস্তফা আমিনুল হাসান দিনার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য নিশ্চিতকরণের লক্ষ্যে শিশুদেরকে ঈ৪উ প্রশিক্ষণ প্রদান করা হবে বলে সাংবাদিকদেরকে বিষয়টি অবহিত করেন এবং সে লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এছাড়া মতবনিমিয় সভায় সাংবাদিক রমেশকুমার পার্থ,আলম ফরাজী, হাজী রফিকুল ইসলাম খোকন, প্রবাল মজুমদার, শামছুজ্জামান বাবুল, সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নান্দাইলে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।