বাংলাদেশ ইন্সটিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) কর্তৃক আয়োজিত ‘ইন্টেলেকচুয়াল এন্ড একাডেমিক রুল অব ইসলাম’ শীর্ষক আলোচনা সভা শনিবার (২৩ মার্চ) বিকালে বিআইআইটি’র কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। পাবলিক বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানে এই রমযান
এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা প্রদান করেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ ফাজলী ইলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) এর ভাইস চ্যান্সেলর, সিইও এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড এর ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইআইটি’র মহাপরিচালক ড. এম আবদুল আজিজ।
আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. আবু বকর মো. জাকারিয়া মজুমদার, অধ্যাপক ড. মো. আবুল কালাম পাটওয়ারী, অধ্যাপক ড. মো. আসগর, অধ্যাপক ড. এ. আর. এম. হারুনুর রশীদ, অধ্যাপক ড.মাহফুজুর রহমান, অধ্যাপক ড. মো. ইকবাল হোসাইন, অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবীর, ড. মো. জাকির হোসেন তালুকদার প্রমূখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক এ কিউ এম আবদুস শাকুর খন্দকার, অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মো. রহিম উল্লাহ, অধ্যাপক ড. তাহের আহমেদ, অধ্যাপক ড. মো. আতাউর রহমান, মো. সোলায়মান মিয়া, ড. সৈয়দ শহীদ আহমেদ, আনিসুর রহমান এরশাদ প্রমূখ। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক এবং বিআইআইটির কর্মকর্তাবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।