উন্নত দাউদকান্দি-উন্নত তিতাস, শান্তির দাউদকান্দি-শন্তির তিতাস, স্মার্ট দাউদকান্দি-স্মার্ট তিতাস গঠনে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে দেওয়া এমন প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন এমপি আবদুস সবুর। সুযোগ পেলেই তিনি ছুটে আসেন নিজ এলাকায়। মিশে যান জনতার কাতারে। এমপি সবুর ব্যস্ত সময় পার করেন এলাকার মানুষকে নিয়ে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে তার রয়েছে সুদৃঢ় অবস্থান। তিনি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়েছেন নির্দেশনা। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহনের পর এমপি সবুর, দাউদকান্দি ও তিতাস উপজেলায় প্রথম মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় এ দুই উপজেলায় সব ধরনের অবৈধ চাঁদাবাজি বন্ধের ঘোষণা দেন। তিনি নির্বাচিত হয়েই সব ভেদাবেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। তার দৃঢ় অবস্থানের কারনে এলাকায় ঘটেনি নির্বাচনোত্তর কোন রকম সহিংসতা। এতে খুশি এলাকার সাধারণ মানুষ। শান্তি বজায় রাখতে এমপি সবুর এর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদী দাউদকান্দি ও তিতাসবাসী। ইতিমধ্যে এলাকার উন্নয়নে এমপি সবুর গ্রহণ করেছেন ব্যাপক কর্মপরিকল্পনা। দেশের ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) সভাপতি এমপি আবদুস সবুর ঘোষণা দেন আগামী তিন বছরের মধ্যে নিজ নির্বাচনী এলাকার সব উন্নয়নমূলক কাজ শেষ করার। এ রুপরেখা সামনে রেখে তিনি দফায়-দফায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে বসছেন বিভিন্ন দফতরের ইঞ্জিনিয়ারদের সাথে। ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি আশা প্রকাশ করেন ভবিষ্যতে দাউদকান্দি ও তিতাস যোগাযোগ-অবকাঠমো উন্নয়নে হবে এক তিলোত্তমা জনপদ। সাধারন মানুষের জীবনমান হবে সহজলভ্য। তৈরি হবে ইঞ্জিনিয়ারিং কলেজ। নাসিং কলেজ নির্মাণ রয়েছে তার পরিকল্পনায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এর অগ্রযাত্রায়, স্মার্ট দাউদকান্দি ও তিতাস গড়ে তুলতে কাজ করছেন ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি। এছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমপি আবদুস সবুর সারাদেশের পাশাপাশি সংগঠনের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি মনে করেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে হলে সংগঠনকে সু-শৃঙ্খল ও শক্তিশালী করতে হবে। ত্যাগীদের মূল্যায়ন করতে হবে এবং নতুনদের কাজ করার সুযোগ তৈরী করে দিতে হবে।