ডিসিমেশন অব নিউ কারিকুলাম সিস্টেমের আওতায় মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান ও সহকারি প্রতিষ্ঠান প্রধানগণের (সাধারণ, মাদ্রাসা ও কারিগরী) নতুন শিক্ষাক্রম বিস্তারণ, মনিটরিং ও মেনেটরিং বিষয়ক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ ২৩ ফেব্রুয়ারী শনিবার বিকালে বাগেরহাট যদুনাথ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মীর মোশারফ হোসেন এই প্রশিক্ষণের মনিটরিং এর দায়িত্ব পালন করছেন। জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম ছায়েদুর রহমান এর সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাসহ প্রায় ২৯০ জন এতে অংশ নিচ্ছেন। জেলা শিক্ষা অফিস এর আয়োজন করেছে।