বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

পাবনায় র‌্যাবের অভিযানে কিশোর গ্যাং এর ৮ আসামী গ্রেফতার

মোবারক বিশ^াস পাবনা
  • আপডেট সময় সোমবার, ২৫ মার্চ, ২০২৪

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব। রবিবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৬ টি মোবাইলফোন উদ্ধার করা হয়। পাবনা র‌্যাব-১২, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজরমোঃ এহতেশামুল হক খান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য দেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ঈশ^রদীর বিভিন্ন এলাকায় জন সাধারণের শান্তি শৃঙ্খলা বিঘœ করাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন তারা। বিভিন্ন রাস্তাঘাটে ও শহরের বিভিন্ন গলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com