বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

গলাচিপায় গণহত্যা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৫ মার্চ, ২০২৪

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গলাচিপায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ১১৩ পটুয়াখালী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন শাহ, গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহআলম, আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ,আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন। এছাড়াও আরো উপস্থিত থাকেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ এবং বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ। সভায় তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখছেন প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব হাসান শিবলী। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের মধ্যে দিয়েই বাংলার আপামর বাঙালি জাতি স্বাধীনতার সাধ গ্রহণ করতে শুরু করেছে। তারা বঙ্গবন্ধুর কথায় তাদের জীবন দিয়ে হলেও এই বাংলাকে স্বাধীন করবে। ৭ মার্চের ভাষণকে বানচাল করা জন্য পাকিস্তানি বাহিনীর নীল নকশা বাস্তবায়নের জন্য ১৯৭১ সালের ২৫ মার্চ আজকের এই দিনে গভীর রাতে যখন মানুষ গভীর ঘুমে ঘুমিয়েছে তখনই তারা বর্বরিত হামলা চালিয়ে গণহত্যা শুরু করে। বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর গুলোতে হামলা করে আগুন ধরিয়ে দেন। শুরু হয়ে যায় স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী সংঘর্ষ ও যুদ্ধ। বাংলার মানুষ তাদের যা ছিলো তাই নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণকে মনে প্রানে লালনপালন করে যুদ্ধে ঝাপিয়ে পড়ে। বাংলার দামাল ছেলেরা ৯ মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। তাদের এই ঋণ কোনো দিন বাংলার মানুষ ভুলতে পারবে না। তাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com