শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

জনপ্রিয় এই অ্যাপ বন্ধ করছে গুগল

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের রয়েছে নিজস্ব অসংখ্য অ্যাপ। পডকাস্ট বিভিন্ন প্ল্যাটফর্ম জুড়ে জনপ্রিয়। তাই গুগল মনে করছে এটির জন্য এখন আর আলাদাভাবে বিজনেস চালানোর দরকার নেই। এজন্য ২ এপ্রিল থেকে গুগল পডকাস্ট অ্যাপটি বন্ধ করেছে।
তবে কোম্পানি সম্পূর্ণরূপে পডকাস্ট সেগমেন্ট বন্ধ করে দিচ্ছে না। প্রকৃতপক্ষে, ইউটিউব মিউজিক পডকাস্টের জন্য একটি গো-টু প্ল্যাটফর্ম হবে কারণ কোম্পানি দুটির অ্যাপের পরিবর্তে একটি অ্যাপে সব বিনিয়োগ করতে চায়। গুগল গত বছরের সেপ্টেম্বরে অ্যাপটি বন্ধ করার বিষয়ে জানিয়েছিল, অর্থাৎ গুগল ব্যবহারকারীদের অ্যাপ সুইচ করার জন্য পর্যাপ্ত সময় দিয়েছে।
২ এপ্রিল থেকে পডকাস্ট অ্যাক্সেস করতে চাইলে ইউটিউব মিউজিক পরিষেবার জন্য অর্থ প্রদান করার পরামর্শ দিয়েছে। গুগল শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য এই ফিচার এনেছে এবং সার্ভিস স্যুইচিং অফার করছে। তবে এখনো পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না যে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে পডকাস্ট অ্যাপ ব্যবহারীদের জন্য গুগল কী অফার করবে।
ব্যবহারকারীদের সমস্ত বিদ্যমান পডকাস্ট ইউটিউব মিউজিক অ্যাপে তারা স্থানান্তর করতে পারেন অথবা সম্পূর্ণ ভাবে অন্য একটি পডকাস্ট অ্যাপ বেছে নিতে পারেন, যার জন্য অ্যাপ ইম্পোর্ট করতে হবে এবং তারপর একটি ওপিএমএল ফাইল ইম্পোর্ট করে বর্তমান কাজ চালাতে হবে।
দেখে নিন কীভাবে গুগল পডকাস্ট অন্য অ্যাপে ট্রান্সফার করবেন-
>> এজন্য প্রথমে গুগল পডকাস্ট অ্যাপে যেতে হবে
>> এক্সপোর্ট সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করতে হবে
>> এক্সপোর্ট টু ইউটিউব মিউজিকের অধীনে এক্সপোর্ট অপশনে ট্যাপ করতে হবে
>> ইউটিউব মিউজিক অ্যাপে ট্রান্সফার অপশন বেছে নিন।
>> এবার সাবস্ক্রিপশন ট্রান্সফার দেখতে লাইব্রেরিতে খোঁজ নিন। সূত্র: ইন্ডিয়া টুডে




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com