ঢাকার আশুলিয়ায় বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে আসা পর্যটকদের সকল প্রকার নিরাপত্তা দিতে টুরিস্ট পুলিশের একটি ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় টুরিস্ট পুলিশের ক্যাম্পের কার্যক্রমের উদ্বোধন করেন টুরিস্ট পুলিশের ডিআইজি মোঃ আবু কালাম সিদ্দিক। এসময় তিনি বলেন, ঈদ এবং আগামী পহেলা বৈশাখে আমাদের সকল পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে। পহেলা বৈশাখেও আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এইসব এলাকায় অবস্থিত বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে আসা পর্যটকরা যাতে করে সকল নিরাপত্তার সাথে আনন্দ উপভোগ করতে পারে সেইসব বিষয় নজরদারি করবে টুরিস্ট পুলিশ। এসময়, সাভার-আশুলিয়া টুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ মোঃ মনিরুল হক ডাবলু বলেন, সাভার-আশুলিয়া ও ধামরাই এই টুরিস্ট পুলিশ জোনের আওতায় থাকবে। আমরা পর্যটকদের নিরাপত্তার জন্য বদ্ধপরিকর। এসময় উপস্থিত ছিলেন ঢাকা-সিলেট-ময়মনসিংহ ডিভিশনের অতিরিক্ত ডিআইজি আবু সুফিয়ান, ঢাকা রিজিয়নের পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম, ঢাকা জেলা টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল ও মিডিয়া) মোঃ বদরুল আলম মোল্লা, পিএসসি, ঢাকা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মামেনা আক্তার, ঢাকা জেলার সেরা করদাতা বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভূঁইয়া, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ন আহবায়ক মইনুল ইসলাম ভূইয়া, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন সরকার প্রমুখ।