শেরপুরে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর উদ্যোগে ১০ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। ৮ এপ্রিল সোমবার দুপুরে শহরের বটতলা এলাকায় এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর রাজনৈতিক কার্যালয় থেকে ওইসব শাড়ি ও লুঙ্গি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তার ছোটভাই শুভ রেজা। ঈদ উপহারসামগ্রী বিতরণকালে সাপ্তাহিক শ্যামলী শেরপুরের নির্বাহী সম্পাদক মো. উমর ফারুকসহ যুব মহিলা লীগের নেতা-কর্মীগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সাপ্তাহিক শ্যামলী শেরপুরের নির্বাহী সম্পাদক মো. উমর ফারুক জানান, সাবেক সংসদ সদস্য, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর উদ্যোগে প্রতি বছরই সব ধরনের উৎসব-পার্বণে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে উপহার বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও শেরপুর পৌরসভা ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ১০ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।