গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বরাইয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে হত দরিদ্র ৪ টি পরিবারের মাঝে বিনামূল্যে ৪ টি অটো গাড়ী বিতরণ করা হয়েছে। সেমাবার (৮ এপ্রিল) দুপুরে বরাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অত্র গ্রামের মৃত শুরত আলী ভুইয়ার ছেলে মোঃ আলিমউদ্দিন ভূইয়া, সেরাজউদ্দিন ফকিরের ছেলে সাব্বির, আমানউল্লাহ শেখের ছেলে জাকির ও একরম আলী মোল্লার ছেলে বিল্লাল মোল্লাকে বরাইয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে একটি করে ফ্রি অটো গাড়ী দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় বিশ^বিদ্যালয়ের সহকারী পরিচালক মজিবুর রহমান খান, সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগক্তা শামীম ভুইয়া, ফ্যান্স প্রবাসী মোশারফ হোসেন বাবুল, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম খান, সৈয়দ আহম্মদ কবির বুলবুল, সাবেক সদস্য রোকন খান, বরাইয়া ইসলামী পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আঃ আউয়াল ভুইয়া, সৌদি প্রবাসী মনির খান, ট্রাস্টের ক্যাশিয়ার জামাল ভুইয়া, রফিকুল ইসলাম বেপারী, সিএইচসিবি রাশিউদ্দিন প্রমুখ।