সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন

শিবগঞ্জে সরকারি সম্পত্তি দখলদারদের কবল থেকে মুক্ত করার জন্য ভূমি সহকারী কমিশনার অফিসে আবেদন

আমিনুল হক আঞ্চলিক প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বিনোদ নগর বাগান পাড়া গ্রামে সরকারি সম্পতি রাস্তার জমি জবরদখল করে পাকা ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এব্যপারে গ্রাবাসীর পক্ষথেকে গত ২রা এফ্রিল ২০২৪ তাং লিখিত গ্রামবাসীর সকলের সাক্ষরিত এক অভিযােগ লিখে মোঃ রাইশুদ্দিন নামে এক ব্যক্তি সরকরি সম্পতি রাস্তার জমি দখলদারদের কবল থেকে মুক্ত করার জন্য শিবগঞ্জ উপজেলা ভুমি সহকারি কমিশনার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায় গোলাপ বাজার থেকে আড়গাড়া হাট যোগাযোগ পাকা সড়কের সাথে সংযুক্ত বিনোদ নগর বাগান পাড়ার গ্রামে যাতায়ত করার কাঁচা সরকারি রাস্তাটি স্থানীয় বিনোদ নগর গ্রামের মৃত্য এমাজুউদ্দিনের ছেলে। মোঃ সেতাব আলী ,ও একুই গ্রামের মৃত্য আকবর আলীর ছেলে আবুল কাশেম সহ আরোও কয়েক জন ব্যক্তি রাস্তাটি জবরভাবে দখলে নেয়। এবং গ্রামবাসীর সকলের চলাচলের রাস্তা সর্ম্পন ভবে বন্ধ করে দেয় এবং উক্ত রাস্তার জমির ওপর ইটের গাঁথনী ওয়াল টিনের চালা দিয়ে পাকা ঘর নির্মন করেছে। যার ফলে গ্রামবাসীর চলাচলের সর্ম্পন রাস্তা বন্ধ থাকার কারনে এই গ্রামের মানুষকে সীমাহিন ভাবে রাস্তা চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ্ বিষয়টি গুরুত্বসহ কারে প্রয়োজননীয় ব্যবস্থা গ্রহনে ঊর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি প্রয়োজন বলে অভিংগমহল মনে করেন




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com