মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে ৫ জন পার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।এছাড়াএ পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়াম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। সোমবার বিকেলে গজারিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো লিটন মিয়া তথ্য নিশ্চিত করেন। আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেন এদের মধ্যে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান গজারিয়া উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ জিন্নাহ,। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রেফায়েত উল্লাহ খাঁন তোতা।
যুবলীগ নেতা আবুল বাশার এবং আশরাফুল ইসলাম আকাশ। উপজেলা ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে মনোনয়ন দাখিল করেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান, মো. আতারউ রহমান নেকি খোকন, সাইফুল ইসলাম মন্টু, জুনায়েত হোসেন মনির, ও মনসুর আলম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, মেহেরুন নেসা উত্তরা, নুসরাত জাহান মিতু, এবং মোসাঃ মিনা আক্তার। নির্বাচন কমিশন সুত্রে জানা যায় ১৫ এপ্রিল মনোনয়ন দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৭ এপ্রিল, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৮-২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, ভোটগ্রহণের তারিখ ০৮ মে বুধবার, ভোটগ্রহণের সময়সীমা সকাল ০৮.০০ টা হতে বিকাল ০৪.০০ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।