মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন

গলাচিপায় বর্ষবরণ ও বৈশাখী মেলায় মানুষের ঢল

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে ও শিল্পকলা একাডেমীর সৌজন্যে পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষে নব সাঁঝে শত শত মানুষ, কিশোর-কিশোরী, যুবক-যুবতী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সংস্কৃতি সংগঠন, সুধী, সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ব্যানার, ফ্যাস্টুন, প্লেকার্ড ও বাঙ্গালী সংস্কৃতির উপকরণ হাতে নিয়ে বাধ্যযন্ত্র সহকারে বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের বৈশাখী মঞ্চ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে। মঙ্গল শোভাযাত্রার অগ্রভাগে ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনার নির্বাচিত গণ মানুষের জননেতা এসএম শাহজাদা (এমপি) প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মু. মজিবর রহমান, দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। ১লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা, বর্ষবরণ সহ ৭ (সাত) দিন ব্যাপী মেলা উদযাপন কমিটির সভাপতি ও সুযোগ্য শিক্ষা অনুরাগী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে মেলার শুভ উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন প্রমুখ। মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব, বই বিতরণ উৎসব, ঘোড় দৌড়, নাগর দোলা, লাকী কূপন সহ নানা পণ্যের বিভিন্ন স্টল, শিশু ছবি ঘরে ফটোসেশন, নৌকা বাইচ, হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com