সুখে ভরবে আগামী দিন, পেনশন হবে সর্বজনীন স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে সর্বজনীন পেনশন স্কিম উদ্বুদ্ধকরণ কর্মশলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হল রুমে এ কর্মশলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন কর্মশলার শুরুতেই মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বর্তমান সরকারের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২৩ এর বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। কর্মশলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক আবদুল লতিফ সিদ্দিকী। কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক, কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার প্রমুখ। এসময় ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশলায় বক্তারা সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন সুবিধাসমূহ তুলে ধরেন।