কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু সম্প্রদায়ের অষ্টমী স্নানোৎসবে এবার লক্ষাধিক পুণ্যার্থীর ঢল নেমেছে। ফলে ব্রহ্মপুত্র নদের দুই পাড়ে পুণ্যার্থীদের মিলন মেলায় এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকেই পুণ্যার্থীরা এ স্নানোৎসবে অংশ নেয়। স্থানীয় হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক প্রদীপ কুমার সরকার ও হোসেনপুর উপজেলা শাখার হিন্দু মহাজোটর সভাপতি সনজিত চন্দ্র শীল জানান, আগত পুন্যার্থীদের সুষ্ঠুভাবে স্নানোৎসব সম্পাদনের জন্য পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়। যার মধ্যে ছিল স্নান ঘাটের সংস্কার,কাপড় পরিবর্তন কক্ষ নির্মাণ, অস্থায়ী টয়লেট নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা করা ইত্যাদি। পাশাপাশি পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সার্বক্ষণিক মাঠে ছিল হোসেনপুর ও পাগলা থানা পুলিশ। স্থানীয় পুরোহিতরা জানান,এ বছর পুণ্যস্নানের লগ্ন শুরু হয় গত সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে। আর শেষ হয় মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল ৪টা ৫৬ মিনিটে। আয়োজকরা দাবি, এবার স্নানোৎসবের সার্বিক পরিবেশ ভালো থাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে ওই স্নানে অংশ নিতে পাশের নান্দাইল, গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া, কটিয়াদী ভৈরব ও নরসিংদী থেকে প্রায় লক্ষাধিক পুণ্যার্থী অংশগ্রহণ করেন। হিন্দু শাস্ত্রমতে ‘হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য, আমার পাপ হরণ করো’ এই মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান-দুর্বা, ডাব ও আমপাতা পিতৃকুলের উদ্দেশে অর্পণ করে ওই স্নানোৎসব প্রক্রিয়া সম্পন্ন করেন বিভিন্ন এলাকা থেকে আগত পুন্যার্থীরা।