বুধবার, ০৮ মে ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

সভাপতি জব্বার ফিরোজ, সম্পাদক জাহেদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার রশিদীয়

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
  • আপডেট সময় রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

লোহাগাড়া সাংবাদিক সমিতির কমিটি গঠন

চট্টগ্রামের লোহাগাড়ায় সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ হয়েছে। এতে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক মাওলানা আব্দুল জব্বার ফিরোজকে সভাপতি ও দৈনিক মানবকন্ঠের জাহেদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১১ সদস্য বিশিষ্টি কমিটি গঠন করা হয়। শনিবার (২০ এপ্রিল) বিকালে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সাধারন সভায় সবর্সম্মতিক্রমে দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত লোহাগাড়া সাংবাদিক সমিতি দীর্ঘদিন ধরে নানা কার্যক্রম চালিয়ে আসছিল। সর্বশেষ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জরুরী সাধারন সভার মাধ্যমে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কমিটি চুড়ান্ত ভাবে গঠন করা হয়।কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীলরা হলেন যথাক্রমে- সভাপতি মাওলানা আবদুল জব্বার ফিরোজ (দৈনিক যায়যায়দিন), সহ-সভাপতি রায়হান সিকদার (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম (দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক সাঙ্গু), যুগ্ম-সম্পাদক মোজাহিদ হোছাইন সাগর (দৈনিক সকালের সময়), সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রশিদী (দৈনিক খবরপত্র), অর্থ সম্পাদক শাহজাদা মিনহাজ (মাই টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জমির উদ্দিন (দ্যা বাংলাদেশ টুডে), দপ্তর সম্পাদক আবদুল ওয়াহাব (আনন্দ টিভি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ হানিফ (দৈনিক জবাবদিহি), কার্যনির্বাহী সদস্য তাহমিদুল আলম কাউছার (দৈনিক আজকের বসুন্ধরা) ও তৌহিদুল ইসলাম কায়রু (দৈনিক মুক্তখবর)। কমিটি গঠন শেষে সংঠনটির সভাপতি সাংবাদিক মাওলানা আবদুল জব্বার ফিরোজ সবার উদ্দেশ্যে বলেন, আমরা কারো প্রতিপক্ষ বা প্রতিদন্ধী হতে সংগঠনটি গঠন করা হয়নি। মুলত সত্যের সন্ধানে মানবের কল্যাণে..” শ্লোগান নিয়ে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের একত্রিত ও সুসংগঠিত করতে এবং সবার অধিকার আদায়ে অগ্রণী ভুমিকা রাখতে সংগঠনটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের অধিকার আদায় ও নির্যাতিত সাংবাদিকদের পাশে লোহাগাড়া সাংবাদিক সমিতি সবসময় থাকবে। সংগঠনটি মানবকল্যাণে কাজ করে দেশে দৃষ্টান্ত স্থাপন করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। সবশেষে সকলকে সাথে নিয়ে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com