বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট হাফিজুর রহমান স্বপন

ষ্টাফ রিপোর্টার জামালপুর
  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

ঈদের পূর্বে ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে বিভিন্ন বাড়ীতে বাড়িতে, বাজারে, বাজারে, দোকানে, দোকানে, অলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে, পথে- ঘাটে মাঠ চষে বেড়াচ্ছেন গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থানকারী জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইটাইল ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান এডভোকেট হাফিজুর রহমান স্বপন। ইতিপূর্বে তিনি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন ইতিমধ্যে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন এবং জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মিটিং, উঠান বৈঠক, গণসংযোগ, লিফলেট বিতরণ, সভা, সেমিনার, সামাজিক, রাজনৈতিক কর্মকা- থেকে শুরু করে প্রত্যকটি কাজে অংশ গ্রহণ করে তিনি তার প্রচার -প্রচারণা অব্যাহত রেখে বর্তমানে তিনি জনর্প্রিয়তার শীর্ষে রয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষ ও সাধারণ ভোটেরদের সাথে কথা বলে জানা গেছে, এডভোকেট হাফিজুর রহমান স্বপন একজন সৎ আদর্শ, পরোপকারী ও ক্লিন ইমেজের মানুষ হিসেবে জামালপুর সদরবাসীর কাছে অত্যন্ত পরিচিত মুখ। তিনি স্কুল জীবন থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে ছাত্র লীগের একজন কর্মী হিসেবে কাজ করে গেছেন। এডভোকেট হাফিজুর রহমান স্বপন জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিরারে ১৯৬৭ সালে ১৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম ষ্টেশন মাষ্টার আব্দুস সামাদের ৫ পুত্র ও ৩ কন্যা সন্তানের মধ্যে তিনি চতুর্থ সন্তান। তিনি শিক্ষাগত যোগ্যতা, শৈলেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু করে এম,এ,এল,এল,বি পাশ করে তিনি। পেশায় তিনি আইনজীবী, দুই সন্তানের জনক। রাজনৈতিক জীবনে ১৯৮৬ সালে নান্দিনা কলেজ শাখার ছাত্র সংসদের ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন তিনি সুনামের সহিত দায়িত্ব পালন করায় তাকে আর রাজনীতিতে পিছনে তাকাতে হয়নি পরে তিনি জামালপুর আশেক মাহমুদ কলেজের ছাত্র লীগের নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। এছাড়াও তিনি ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ছাত্র নেতা হিসেবে সব সময় মিটিং মিছিল নেতৃত্ব দিয়েছেন। তিনি (১৯৯০-২০০৩) দীর্ঘ ১৩ বছর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৪ সালে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ২০১৫ সাল পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তিনি জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের প্রথম বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে তিনি দ্বিতীয় মেয়াদে আবারো জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে এখন পর্যন্ত দায়িত্ব পালন করছেন। তিনি সদর উপজেলার নং ঘটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রথম নির্বাচিত হওয়ায় তিনি ২০০৩ সালে থেকে ২০০৮ সাল পর্যন্ত ইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২০১৬ সাল থেকে টানা ২বারসহ তৃতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি করোনা মহামারীর সময় নিজ অর্থায়নে গরীর, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দানের হাত বাড়িয়ে দিয়ে নিজেকে মানবতার পরিচয় দিয়েছেন। তিনি চেয়ারম্যান হিসেবে গ্রামাণ অবকাঠামো উন্নয়ন মূলক কাজ হিসেবে বিভিন্ন রাস্তা মেরামত, ব্রিজ, কালভার্ট নির্মাণ করেন। ভূমিহীন, গৃহহীনদের জন্য সরকারের দেওয়া বরাদ্দ বাড়িঘর গৃহহীনদের মাঝে সুষম বন্টন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান এতিমখানা, মসজিদ, মাদ্রাসার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাই সাধারণ মানুষ,ভোটারদের দাবি ও বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষের দাবি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থানকারী এডভোকেট হাফিজুর রহমান স্বপন কে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com