শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

ঈমান ও ইখলাসের সাথে দীন প্রতিষ্ঠার কাজ অব্যাহত রাখতে হবে

মোজাম্মেল হোসাইন লন্ডন থেকে:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

লন্ডনে ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহের 
ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক চেয়ারম্যান ও ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠানকালীন রাহবর অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহের বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের দায়িত্ব হলো ঈমান ও ইখলাসের সাথে দীন প্রতিষ্ঠার কাজ অব্যাহত রাখা। বিজয়ী আদর্শ হিসেবে ইসলাম প্রতিষ্ঠা তখনই হবে যখন আমরা আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত ইসলামী রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন করব।
গত সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রবাসী সাবেক নেতা-কর্মীদের নিয়ে পূর্ব লন্ডনের একটি মিলায়তনে ভ্রাতৃশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
ব্যারিস্টার দিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদপুনর্মিলনীতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও লেখক অধ্যাপক মফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউকে ও ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বক্কর মোল্লা, মহাগ্রন্থ আল কোরআন থেকে দারসুল ক্বোর’আন পেশ করেন যুক্তরাজ্যের জনপ্রিয় ইসলামী আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মুহতারাম মাওলানা আবদুস সালাম আজাদী।
প্রধানঅতিথি অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহের দীর্ঘ বক্তৃতায় সকলকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন সোনালী অতীতে।
বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও লেখক অধ্যাপক মফিজুর রহমান পাশ্চাত্যের এই বিরূপ পরিবেশে থেকে কিভাবে নিজের ও পরবর্তী প্রজন্মের ঈমান হেফাজত রাখা যায় সে বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বাংলাদেশ থেকে অনলাইনে যোগ দিয়েছিলো শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শাহজাহান ও বর্তমান কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বক্তব্য রাখেন। উপস্থিত সকলের সম্মিলিত কন্ঠে শিবির সংগীতের মাধ্যমে এই মিলনমেলার সমাপ্ত হয় ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com