শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন

গভীর রাতে আল্লাহর সান্নিধ্য লাভে ব্রতী হোন-ড. মুহাম্মদ রেজাউল করিম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রাজধানীর বিভিন্ন এলাকায় ইসতিসকার নামাজ 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহনগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘সারাদেশে তীব্র তাপপ্রবাহ চলছে। দীর্ঘদিনেও বৃষ্টির দেখা মিলছে না। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এবং ব্যাহত হচ্ছে দৈনিন্দিন জীবনযাত্রাও। এমতাবস্থায় আমাদের আত্মসমালোচনার সময় এসেছে। হয়তো আমাদের পাপের কারণেই আল্লাহ তা’য়ালা আমাদেরকে শাস্তির মুখোমুখি করেছেন। তাই আমাদের অতীত পাপের কথা স্মরণ করে বেশি ইসতিগফারসহ আল্লাহর রহমত কামনায় সিজদায় অবনত হতে হবে। তিনি সকলকে গভীর রাতে আল্লাহর সানিধ্য লাভে সকলকে ব্রতী হওয়ার আহ্বান জানান।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা জোন আয়োজিত অনাবৃষ্টি ও তীব্র তাপদাহ থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহ তা’য়ালার রহমত কামনায় সালাতুল ইসতিসকা পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।
সালাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা অ লের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানা আমির মাজহারুল ইসলাম, তুরাগ দক্ষিণ থানা আমির মাহবুবুর রহমান, উত্তরা মডেল থানা আমির হারুন অর রশিদ তারেক, খিলক্ষেত পশ্চিম থানা আমির সরদার আব্দুল কাদের, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান প্রমুখ।
বনানীতে ইসতেসকার নামাজ অনুষ্ঠিত : গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মহাখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের গুলশান অ লের উদ্যোগে তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া চেয়ে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত ইসতিসকার সালাতে ইমামতি করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মাহনগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও গুলশান জোন পরিচালক মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
এছাড়াও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, বনানী থানা আমির মিজানুর রহমান খান, গুলশান পূর্ব থানা আমির আবু জুনায়েদ, গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। সালাতে স্থানীয় শিক্ষক, আলেম উলামাসহ বিপুল সংখ্যক মুসুল্লি মানুষ অংশগ্রহণ করেন।
উলামাদের নিয়ে বৃষ্টির জন্য নামাজ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উলামা বিভাগের উদ্যোগে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
মগবাজারের একটি ঈদগাহে অনুষ্ঠিত নামাজে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উলামা বিভাগের সভাপতি ড. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া এ সময় অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ড. কামরুল হাসান শাহিন, ড. আব্দুল জব্বার খান, মাওলানা আব্দুল হালিম, হাফেজ শেখ আসাদুর রহমান প্রমুখ।
উত্তরা পূর্ব জোনে সালাতুল ইসতিসকা অনুষ্ঠিত :কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পূর্ব জোনের উদ্যোগে আজ বিমানবন্দর দক্ষিণখান সড়কের পাশে আশকোনার খোলা মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন, মহানগরীর শূরা সদস্য, বিমানবন্দর থানা আমির মাওলানা এ হক মোল্লা, জামায়াত নেতা ডা. আবু আম্মার, মাওলানা এম আলম, এম এস শাহনেওয়াজ, আবু আব্দুল্লাহ সাদিক, মাওলানা হাসনাইন আহমেদসহ স্থানীয় নেতারা। এছাড়া বিপুলসংখ্যক স্থানীয় সাধারণ মুসল্লিরা অংশ নেন।
মোহাম্মদপুরে বৃষ্টির জন্য নামাজ : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে মোহাম্মদপুরের একটি খোলা মাঠে ইসতিসকার নামাজের আয়োজন করে। নামাজে ইমামতি করেন স্থানীয় মসজিদের সম্মানিত ইমাম আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা মাওলানা মো: মহিব্বুল্লাহ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী কমিটি সদস্য ও ঢাকা মহানগরী উত্তররের সহ-সভাপতি শ্রমিক নেতা মো: মিজানুল হক, মহানগরীর সহ-সাধারণ সম্পাদক ও কাফরুল জোন পরিচালক শ্রমিক নেতা মো: মিজানুর রহমান, মোহাম্মদপুর জোনের সকল থানা সভাপতি ও সাধারণ সম্পাদক এবং এলাকার মুসুল্লিরা উপস্থিত ছিলেন।
পল্লবী অ লে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত : বৃহস্পতিবার সকাল ৮টায় রুপনগরের ইস্টার্ন হাউজিং মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পল্লবী অ লের উদ্যোগে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া চেয়ে ইসতিসকা নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত ইসতিসকার সালাতে উপস্থিত ছিলেন ঢাকা মাহনগরী উত্তরের জামায়াতের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন।
পল্লবী থানা আমির মাওলানা সাইফুল কাদেরের পরিচালনায় নামাজে আরো উপস্থিত ছিলেন রুপনগর থানার আমির আবু হানিফ, পল্লবী দক্ষিণ থানা আমির আশরাফুল আলম, পল্লবী মধ্য থানার আমির আবুল কালাম পাঠান প্রমুখ। ইসতিসকার সালাতের ইমামতি করেন মাওলানা মুফতি মনির হোসেন।
শ্রমিকদের নিয়ে বৃষ্টির জন্য নামাজ : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর আল্লাহর রহমত কামনায় ইসতিসকার নামাজের আয়োজন করে। রাজধানীর একটি ঈদগাহ মাঠে এ নামাজের আয়োজন করা হয়। নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মো: ইব্রাহিম খলিল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তর সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা এইচ এম আতিকুর রহমান।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহানগরী উত্তর সহ-সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মো: আ: হালিম, মো: হোসাইন আহমেদ, পল্লবী দক্ষিণ থানা সভাপতি মো: আ: কাদের ভুইঁয়া, পল্লবী উত্তর থানা সভাপতি মো: মহিব্বুল্লাহসহ স্থানীয় মুসুল্লিরা।
ভাষানটেকে বৃষ্টির জন্য নামাজ : ভাষানটেক হাইস্কুল মাঠে সকাল ১১টায় ইসতিসকা নামাজ অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও কাফরুল অ লের সহকারী পরিচালক মুহাম্মদ শহিদুল্লাহ, ভাষানটেক থানা সেক্রেটারি হাফেজ আলী হোসাইন, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহতাব উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com