শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন

গলাচিপায় স্ত্রীর মর্যাদা ও পারিবারিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

পটুয়াখালীর গলাচিপায় অনুপম ভূইয়া ও অন্তরা রানী শীল তিনি স্ত্রীর সামাজিক ও পারিবারিক মর্যাদার স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,গলাচিপা সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির কমিটি ও পূজা উৎযাপন কমিটি। ২৪ শে এপ্রিল (বুধবার) বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় কালী মন্দিরের সামনে রাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.সাহিন শাহ, উপজেলা আলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) হাজী মুজিবুর রহমান, সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) সরদার মু.শাহআলম, কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সভাপতি দ্বিলীপ বনিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গলাচিপা উপজেলা শাখার সভাপতি ও জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার শংকর লাল দাস, সাধারণ সম্পাদক সমীর কৃষ্ণ পাল, পূজা উৎযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, বনিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত। এছাড়াও মেয়ের পরিবারের আতœীয় স্বজন সহ শতশত নারী-পুরুষ সুধী সমাজ মানববন্ধনে অংশগ্রহন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উল্লেখ যে গত ৮ বছর যাবত অনুপম ভূইয়ার সাথে অন্তরার প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় অনুপম ভূইয়া অন্তরাকে বরিশালের একটি কালীবাড়ি মন্দিরে গোপনে শাখা সিঁদুর পরিয়ে বিবাহ করে। বৃহস্পতিবার দুপুর থেকে স্ত্রী’র স্বীকৃতির দাবীতে প্রেমিক অনুপম ভূইয়ার বাবার বাড়িতে আমরন অনশনে বসেন। এই বিষয়টি নিয়ে অনেকবার সামাজিকভাবে বসা হলেও অনুপম ভূইয়ার বাবা এডভোকেট অরুন ভূইয়া এখন পর্যন্ত তা মেনে নেয়নি। তারা নানান ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। তবে মেয়ে অন্তরা রানী শীল ৭দিন যাবত একই স্থানে অবস্থান করছেন। এই অমানবিক নির্যাতনের প্রতিবাদে গলাচিপা উপজেলার সকল স্তরের জনগন বিক্ষিপ্ত হয়ে এই মানববন্ধন করেন। এই মেয়েকে স্ত্রী’র স্বীকৃতি না দেয়া হলে, আগামী ২৮ শে এপ্রিল রবিবার দুপুর ১২ টায় ঘন্টা ব্যাপী প্রতিকি ধর্মঘটের আলটিমেটাম ঘোষণা দেয় সংশ্লিষ্ট মানবিক সংগঠন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com