বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

কটিয়াদীতে প্রচন্ড তাপ প্রবাহ, বৃষ্টির জন্য সালাতুল ইসস্তিকা

সাইফুল ইসলাম (কটিয়াদী) কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

কটিয়াদীতে প্রচন্ড তাপ প্রবাহের কারণে এলাকাবাসী এবং আলেম উলামাদের উদ্যোগে গতকাল বেলা ১১:৩০ টার সময় ফেকামারা ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে সালাতুল ইস্তেসকা অনুষ্ঠিত হয়। উপজেলার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে ইসলামী বিধান এবং পরিবেশ বিষয়ে আলোচনা করেন, মাওলানা কামাল উদ্দিন খান, মাওলানা শফিকুল ইসলাম নূরী, মোজাম্মেল হক জোয়ারদার, আবু বকর সিদ্দিক বাচ্চু প্রমুখ।বক্তারা তাপ প্রবাহ রোধে এবং পরিবেশগত বিপর্যয় এড়াতে বেশি করে গাছ লাগানোর তাগিদ দেন। মাওলানা কামাল উদ্দিন খান বলেন বৃক্ষরোপণ করা সদগায়ে জারিয়ার অন্তর্গত। বৃক্ষ পরিবেশগত বিপর্যয় এড়াতে সহায়তা করে এবং মানুষসহ প্রাণীকুলের খাদ্য ঔষধ এবং অক্সিজেনের যোগান দেয়। তাই জীবন রক্ষার তাগিদে বেশি বেশি বৃক্ষরোপন করার পরামর্শ দেন। মাওলানা আবুল কাশেম বলেন,পলিথিন এবং প্লাস্টিক জাতীয় পদার্থ স্বাভাবিক পানি প্রবাহকে রোধ করে এবং খাল বিল নদী নালা ভরাট করে ফেলে। যার কারণে তাপপ্রবাহ বৃদ্ধি পায়। এবং বৃক্ষের স্বাভাবিক বেড়ে ওঠা ব্যাহত করে। প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার এবং ঈমানী দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে ফেকামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব’র ইমামতিতে সালাতুল ইস্তেসকা সম্পন্ন হয়। সালাত শেষে দেশ এবং বিশ্ববাসীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com