রবিবার, ১২ মে ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

সদরপুর উপজেলা পরিষদে তৃতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচিত হতে চান কাজী শফিকুর রহমান

সোবাহান সৈকত (সদরপুর) ফরিদপুর
  • আপডেট সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

আসন্ন ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্টিত হবে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে পর পর দুইবার নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান তৃতীয়বারের মত বিজয়ী হয়ে হ্যাটট্রিক করতে চান। সদরপুর উপজেলা মোট ২৯০ বর্গ কিঃ মিঃ আয়তনের ৯ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ১,৬৭৫৯৪ জন। কাজী শফিকুর রহমান ইতিপুর্বে পর পর দুই বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনেও জয়ের ব্যাপারে সে শতভাগ আশাবাদী। যদিও এবারের উপজেলা পরিষদ নির্বাচনে কাজী শফিকুর রহমানের বিপক্ষে শক্ত কোন প্রার্থী নেই।এবারের নির্বাচন দলীয় প্রতীকে হবেনা তাছাড়া স্থানীয় সংসদ সদস্য কোন প্রার্থীর পক্ষে কোন প্রচার প্রচারনা চালাতে পারবেন না বলে সরকারি নির্দেশনা রয়েছে। তারপরেও শক্ত অবস্থানে রয়েছেন কাজী শফিকুর রহমান। এ ব্যাপারে কাজী শফিকুর রহমান বলেন, জনগনের মুল্যায়ন আর বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতাই আমারপ পক্ষে সমর্থনের মুল কারন। তিনি আরো বলেন, সংসদ সদস্য চৌধুরী মুজিবর রহমান নিক্সনের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কারনে এবং তার দক্ষ নেতৃত্বের কারনে, সদরপুরের আপামার জনতা ঐক্যবদ্ধ। তার আর্শিবাদ মাথায় নিয়েই তৃতীয় বারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগনের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। সদরপুর উপজেলা জেলা শহর থেকে প্রাত ৩৫ কিঃ মিঃ দুরত্বে অবস্থিত। ৯টি ইউনিয়নের ৪টি ইউনিয়ন চরাঞ্চলে। পর পর দুইবার নির্বাচিত হয়ে গত ১০ বছর সদরপুর উপজেলা বাসীর সুখ দুঃখে পাসে থেকে উপজেলা বাসীর মন জয় করতে পেরেছেন তিনি। ফলে প্রায় প্রত্যেক ইউ,পি চেয়ারম্যান গণ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কাজী শফিকুর রহমান এর পক্ষে সমর্থন দেবেন বলে জানা গেছে। তাছাড়া বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান সদরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ফলে উপজেলা আওয়ামী লীগকে করেছেন সু-সংগঠিত। এ জন্য উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মিরাও তার পক্ষে কাজ করবেন বলে আশা করছেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com