বুধবার, ১৫ মে ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
কালীগঞ্জে থামছে না কৃষি জমির মাটি কাটা কম খরচে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে আশার আলো দেখছেন কৃষকরা কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সারেংকাঠী ও গুয়ারেখা ইউনিয়নে ঢল নেমেছে স্বচ্ছ মনের প্রার্থী আলহাজ্ব আঃ হকের পক্ষে শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র খোকনের দায়িত্ব গ্রহণ অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ উপজেলার পর এবার সিলেট বিভাগেরও শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান কালীগঞ্জের আল-জাছির হলেন দেশ সেরা কালিয়ায় মক্কীনগর কবরস্থানের উদ্বোধন ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা আরমান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন

ওটিটিতে আসছে মস্কোজয়ী ‘আদিম’

বিনোদন:
  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা নিয়ে আলোচনায় আসে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীমের ‘আদিম’। উৎসবে দুটি পুরস্কার জিতে নিয়ে বেশ সাড়া ফেলে সিনেমাটি। গেল বছর বড়পর্দায় মুক্তি পেলে দেশের দর্শকের কাছেও প্রশংসা কুড়ায় সিনেমাটি। এবার আসছে ওটিটি প্লাটফর্মে।
নির্মাতা যুবরাজ শামীম জানিয়েছেন, আগামি বৃহস্পতিবার (২ মে) ওটিটি প্লাটফর্ম চরকিতে ‘আদিম’ সিনেমাটি স্ট্রিমিং হবে। এরফলে যারা সিনেমাটি দেখতে বিভিন্ন সময় দেখতে চেয়ে নক দিতেন, এ বিষয়ে তাদের আর আশ্বাস দেয়ার প্রয়োজন পড়বে না। এখন থেকে দেশ বিদেশের যে কেউ চাইলেই ‘আদিম’ ওটিটি থেকে দেখে নিতে পারবেন। এরআগে গেল বছর বড়পর্দায় সিনেমাটি মুক্তি দিয়েছিলেন যুবরাজ। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, যে করেই হোক বড়পর্দায় আমি সিনেমাটি দর্শককে দেখাতে চেয়েছিলাম। তারকাহীন ‘আদিম’ প্রেক্ষাগৃহে চালানোর নাম নেয়াইতো দুঃসাহসী কাজ। কিন্তু এই কাজটি আমাকে সহজ করে দিয়েছিলো মস্কো চলচ্চিত্র উৎসব! পরে ওটিটি প্লাটফর্ম চরকিও ছবিটি নিয়ে আগ্রহ দেখিয়েছে। গেল বছরেই আমরা চরকির কাছে সিনেমাটির ওটিটি স্বত্ব বিক্রি করেছি। টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে আছে সিনেমাকার ও লোটাস ফিল্ম।
ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ। চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা রাসেল আহমেদকে।
চলতি বছরে সিনেমাটি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) ‘হীরালাল সেন পদক–১৪৩০’ অর্জন করে। এছাড়া সেরা চলচ্চিত্র ও সেরা নির্মাতা বিভাগে মেরিল প্রথম আলো ২০২৩-এ চূড়ান্ত মনোনয়ন পেয়েছে আদিম ও নির্মাতা যুবরাজ শামীম। আগামী মাসে জমকালো আয়োজনে পুরস্কার প্রদানের বিষয়টি জানিয়েছেন আয়োজকরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com