শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

মুকসুদপুরে কৃষি যন্ত্রপাতি বিতরণ

খালিদুজ্জমান মুন্সী মুকসুদপুর
  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

গোপালগঞ্জের মুকসুদপুরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রীকীকরণ প্রকল্পের আওতায় ৫০% উন্নয়ন সহায়তায় (ভর্তুকি) কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কৃষকদের মাঝে ৩টি রিপার, ২টি রিপার বাইন্ডার ও ৩ টি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেক, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, কৃষি প্রকৌশলী, ডিএই, গোপালগঞ্জ শফিকুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহম্মেদ, উপসহকারী কৃষি অফিসার ও সুবিধাভোগী কৃষকগণ। উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেক জানান, কৃষক পর্যায়ে এ সকল যন্ত্রপাতি বিতরণের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষিকে যান্ত্রীকীকরণের মাধ্যমে সময় সাশ্রয় করা, লেবার সংকট হ্রাস করা, উৎপাদন খরচ কমানো, উৎপাদন বাড়ানো এবং কৃষিকে লাভজনক করা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com