মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
দৃষ্টিনন্দন নতুন সড়কে বদলে যাবে ফরিদগঞ্জ চান্দ্রা-সেকদি-টুবগি এলাকার সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে দক্ষ জনশক্তি গঠনের আলোকে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন নগরকান্দা ও সালথায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আজ রাউজানে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা রাঙ্গামাটিতে ইউপিডিএফ’র ডাকা আধাবেলা অবরোধ পালিত শেরপুরে কলেজ শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা সোনাগাজীতে স্কুল ভবন নির্মাণে বাধার অভিযোগে মানববন্ধন চট্টগ্রামে চুয়েটের সাথে তিনটি সংস্থার সমঝোতা স্মারক স্বাক্ষর ভোটার উপস্থিতি নিয়ে কমিশন ভাবছে না: ইসি আলমগীর বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হামজা ইউসুফের পদত্যাগ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

স্কটল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা হামজা ইউসুফ। স্কটিশ গ্রিনস পার্টির সাথে এসএনপির জোট ভেঙে যাওয়ার সিদ্ধান্তের পরই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। গত সোমবার (২৯ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির পার্লামেন্টে বিরোধী দল দু’টি আস্থা ভোটের প্রস্তাব দিয়েছে। একটি প্রধানমন্ত্রী এবং অন্যটি স্কটিশ ন্যাশনাল পার্টির সরকারের বিরুদ্ধে। ইউসুফ একটি টেলিভিশন ঘোষণায় বলেন, ‘আমি আমার মূল্যবোধ এবং নীতির বাণিজ্য করতে বা ক্ষমতা ধরে রাখার জন্য যে কারো সাথে চুক্তি করতে ইচ্ছুক নই।’ তিনি আরো জানান, পরবর্তী প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার আগে পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
একটি তহবিল কেলেঙ্কারি এবং গত বছর দলীয় নেতা হিসেবে নিকোলা স্টারজনের পদত্যাগে স্বাধীনতার পক্ষের এসএনপির অবস্থার বিপর্যস্ত হয়েছে। ভোটারদের প্ররোচিত করার জন্য দলটির নীতিগুলো কতটা প্রগতিশীল হওয়া উচিত তা নিয়ে একটি অভ্যন্তরীণ লড়াই হয়েছে। চলতি মাসের শুরুতে ইউসুফ বলেন, তিনি ‘বেশ আত্মবিশ্বাসী’ যে তিনি একটি অনাস্থা ভোট জিততে পারবেন। গত সোমবার পর্যন্ত তার সংখ্যালঘু সরকারকে শক্তিশালী করতে অন্যান্য দলের সাথে আলোচনার প্রস্তাবটি অনিশ্চিত ছিল।
স্কটিশ পার্লামেন্টকে আগামী ২৮ দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। এর জন্য পার্লামেন্টের বেশিভাগ সদস্যদের ভোট প্রয়োজন। তা না পাওয়া গেলে নতুন করে নির্বাচন হবে। পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ দেশটির সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। তিনি ২০২৩ সালের মার্চে দেশটির ষষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার দাদা-দাদি ও বাবা ১৯৬০-এর দশকে পাকিস্তান থেকে স্কটল্যান্ডে যান। সূত্র : আল জাজিরা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com