বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন

আইডিয়াল কমার্স কলেজে কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান

শাহ বুলবুল:
  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪

আনন্দমুখর পরিবেশে কুইজ প্রতিযোগিতা ও মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ফার্মগেটে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কমার্স কলেজে। গত ২ মে, কলেজ ক্যাম্পাসে আয়োজিত সৃজনশীল এই আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘কুইজে অংশগ্রহণ করি এবং মেধাকে শানিত করি’। মনোমুগ্ধকর কুইজ প্রতিযোগিতার এই আয়োজনে অংশগ্রহণ করে সারাদেশ থেকে আগত ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীরা। মেধা যাচাইয়ের অনন্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল কমার্স কলেজের সম্মানিত চেয়ারম্যান ড. এম. এ. হালিম পাটওয়ারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিয়াল কমার্স কলেজের পরিচালক হাসিনা মমতাজ, অধ্যক্ষ খান মুহাম্মদ জাহিদ, সুপরিচিত ইউসিসি গ্রুপের পরিচালক কামাল উদ্দিন পাটওয়ারী এবং এডুকেশন ওয়াচ পত্রিকার সম্পাদক মো. খলিলুর রহমান প্রমুখ।
আয়োজনের শেষাংশে ছিলো আইডিয়াল কমার্স কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। এ পর্বে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের এক লক্ষ টাকার বিশটি পুরস্কার প্রদান করা হয়। জানা যায়, গতানুগতিক শিক্ষণ পদ্ধতির বাইরে গিয়ে শিক্ষার্থীদের মজার ছলে শেখানোর মাধ্যমে জ্ঞানের পরিধি বৃদ্ধির লক্ষে আইডিয়াল কমার্স কলেজ নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
এখানে উল্লেখ্য যে, রাজধানীর ফার্মগেটে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কমার্স কলেজ প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে। এটি আবদুল হালিম পাটওয়ারী ফাউন্ডেশন দ্বারা পরিচালিত একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান। ‘গুণগতমানের শিক্ষায় আধুনিকতার ছোঁয়া’ এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলা আইডিয়াল কমার্স কলেজে এইচএসসি ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগে পাঠদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com