বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪

আসন্ন টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জন্য অন্যতম স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র ১৫ জনের দল ঘোষণা করেছে। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার কোরি অ্যান্ডারসন থাকছেন এই দলে। ৩৩ বছর বয়স্ক কোরি ২০১৫ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলায় অংশ নিয়েছিলেন। ২০১৮ সাল পর্যন্ত তিনি নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন।
দলের অধিনায়ক হিসেবে থাকছেন উইকেট কিপার-ব্যাটসম্যান মোনাঙ্ক পাটেল। এছাড়াও থাকছেন পেসার আলি খান, স্পিনার মিলিন্দ কুমার, অ্যারন জোনস এবং আন্দ্রিস গাউস। সর্বোচ্চ রান স্কোরার স্টিভেন টেলর এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলা সৌরভ নেথ্রাভালকারও দলে ডাক পেয়েছেন। জুনের ১ তারিখ থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে এই বিশ্বকাপ শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে কানাডার মুখোমুখি হবার পর লীগ পর্যায়ে পাকিস্তান, ভারত এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। যুক্তরাষ্ট্রের স্কোয়াড- মোনাঙ্ক পাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ অধিনায়ক), আন্দ্রিস গাউস, আলি খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসার্গ পাটেল, নিতীশ কুমার, নশটুশ কেনিগে, সৌরভ নেথ্রাভালকার, শ্যাডলি ভান শলকুইক, স্টিভেন টেলর ও শায়ান জাহাংগীর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com