শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন

গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইল বাহিনী কতৃক নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টায় মিছিলটি রাজধানীর মিরপুর ১০ নম্বর থেকে শুরু হয়ে কাজীপাড়া এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশটি কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পশ্চিম শাখা সভাপতি এমএ জামান ভূঁইয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ। মিছিলে শাখা সেক্রেটারি এইচএমএস মাহমুদসহ শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান আজাদ বলেন, ‘ফিলিস্তিনি মুসলমানদের ওপরে দখলদার ইসরাইলি বাহিনী হামলা চালাচ্ছে। ইতোমধ্যে তারা আমাদের ৩৫ হাজার ভাই-বোনকে অন্যায়ভাবে হত্যা করে শহীদ করেছে। ৭৮ হাজার ভাই-বোন তাদের হামলায় আহত ও পঙ্গুত্ব বরণ করেছে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ, পানি সব দিক থেকে নির্যাতনের স্বীকার হচ্ছে আমাদের ভাইয়েরা। খাদ্যের অভাবে ফিলিস্তিনি জনগণ হাহাকার করছে, মৃত্যুবরণ করছে। এমতাবস্থায় একজন মুসলিম হিসেবে আমরা নিশ্চুপ থাকতে পারি না।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশবাসীকে একত্রিত হয়ে দখলদার ইসরাইলি বাহিনী ও তার দোসর আমেরিকা ও ইন্ডিয়ার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। একই সাথে তাদের সাথে সকল বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ইন্ডিয়া ও ইসরাইলের সকল পণ্য বর্জন করতে হবে। আমাদের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন ও সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
সর্বশেষ তিনি ফিলিস্তিনি মুসলিমদের জন্য আল্লাহর কাছে সকলকে সাহায্য প্রার্থনা করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com