রবিবার, ১৯ মে ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন

গজারিয়া জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার

গজারিয়া প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪

মুন্সিগঞ্জের গজারিয়াতে ৮ মে উপজেলা নির্বাচন উপলক্ষ্যে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার। পোস্টারে ছেয়ে গেছে হাট- বাজার, পাড়া-মহল্লাসহ গুরুত্বপূর্ণ এলাকা। চায়ের দোকানের আড্ডায় চলছে প্রার্থীদের নিয়ে নানা বিচার বিশ্লেষণ। প্রতিদিন বিভিন্ন স্থানে চলছে নির্বাচনী সভা। সভার পাশাপাশি প্রার্থীর ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। ভোটারদের মন পেতে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তবে প্রার্থীদের প্রতিশ্রুতি শুনেই ভোটের সিদ্ধান্ত নেবেন না বলে জানান ভোটাররা। জানা গেছে, গজারিয়া উপজেলায় ভোটার সংখ্যা প্রায় ১ লাখ ৪৭ হাজার ২৪৬। পুরুষ ভোট ৭৫৯৪৬ নারী ভোটার ৭১৩০০। ভোট কেন্দ্র ৬০টি। এবারের নির্বাচনে গজারিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী, ৪ জন ভাইস চেয়ারম্যান ৩জন ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বলতে গেলে গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনের মাঠে চেয়ারম্যান পদে আ.লীগের প্রতিদ্বন্দ্বি এখনআ.লীগই। জানা গেছে, চেয়ারম্যান পদের জন্য উপজেলা আ. লীগের সভাপতি আমিরুল ইসলাম ও তার ছেলে আশরাফুল ইসলাম আকাশ ও তার ভাতিজা আবুল বাসার, মনসুর আহমেদ খান জিন্নাহ ও তার চাচাতো ভাই গজারিয়া উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান মো. রেফায়েতউল্লাহ খান তোতা মনোনয়ন জমা দেন। পরে মো. রেফায়েত উল্লাহ খান তোত্য মনোয়ন প্রত্যাহার করে মনসুর আহমেদ জিন্নাহকে সমর্থন দিয়ে তার পক্ষে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন। অপরদিকে মনোনয়পত্র প্রত্যাহার না করলেও আশরাফুল ইসলাম আকাশ তার বাবা আমিরুল ইসলামের আনারস প্রতীকের জন্য ভোট প্রার্থনা করছেন। আনারস প্রতীকের হয়ে নির্বাচনী ভোট চাচ্ছেন অপর প্রার্থী আমিরুল ইসলামের ভাতিজা আবুল বাসার। দ্বিমুখী তুমুল প্রতিযোগিতার আভাস পাওয়া যাচ্ছে আনারস প্রতীকের আমিরুল ইসলাম ও কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মনসুর আহেমদ খান জিন্নাহর মধ্যে। আমিরুল ইসলাম স্থানীয় সংবাদকর্মীদের জানান, এবারো অংশগ্রহণমূলক নির্বাচন হবে। জনগণের ভোটে তিনি আবারো চেয়ারম্যান নির্বাচিত হবেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী গজারিয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহ বলেন, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। সাধারণ ভোটারসহ স্থানীয় আ. লীগের অধিকাংশ নেতাকর্মী তার সাথে রয়েছে। গজারিয়া উপজেলা প্রার্থী আছেন ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে অয়োজনে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা লিটন মিয়া বলেন, প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহও আছে। তবে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে কোনো আর্থিক লেনদেন বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com