বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:১৭ অপরাহ্ন

নকলায় বিএনপির ৪ নেতানেত্রীকে বহিষ্কার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ৬ মে, ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে শেরপুরের নকলা উপজেলার ৪ নেতা-নেত্রী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদপদবী থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
গত শনিবার (৪ মে) দলটির বিএনপির সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি মারফত এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন ইস্যুতে দেশের মোট ৬১ জন নেতা-নেত্রীকে বহিষ্কার করা হয়। এরমধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী ২৬ জন, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ১৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ১৬ জন।
৬১ জন বহিষ্কৃত নেতা-নেত্রীরা মধ্যে নকলার ৪ জন। তারা হলেন- চেয়ারম্যান পদে প্রার্থী জেলা বিএনপির সদস্য মো. মোকশেদুল হক, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রেজাউল করিম ও যুগ্ম আহবায়ক মো. মামুন হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোছা. কহিনুর বেগম।
তবে বহিষ্কার বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে মো. মোকশেদুল হকের নাম মোকসেদুল হক শিপলু, মো. রেজাউল করিমের নাম রেজাউল করিম, মো. মামুন হোসেনের নাম দেওয়ান মামুন ও মোছা. কহিনুর বেগমের নাম দেওয়ান কোহিনুর হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিএনপির দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে বহিষ্কারে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ মে অনুষ্ঠিতব্য ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতা-নেত্রী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ৭৯ জন নেতা-নেত্রীকে বহিষ্কার করে বিএনপি। পৃথক চিঠিতে তাদের বহিষ্কার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com